কলকাতা: মুম্বই ম্যারাথনে আলোচনায় বাংলার অ্যাথলিট শ্যামলী সিং। অনেক বাধা অতিক্রম করে এই জায়গায় পৌঁছনো। স্বাভাবিক ভাবেই তাঁকে নিয়ে এত আলোচনা। অনেকেই হাল ছেড়ে দেন একটু সমস্যাতেই। শ্যামলী বড় সমস্যাতেও হাল ছাড়েননি। লড়াই করেছেন। ফিরেওছেন। মুম্বই ম্যারাথনে শ্যামলীর ব্রোঞ্জ পদক যেন অন্যান্য ক্রীড়াবিদদের কাছেও প্রেরণা। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
চার বছর আগেও মুম্বই ম্যারাথনে অংশ নিয়েছিলেন শ্যামলী সিং। অর্ধেকের বেশি রাস্তা পেরনোর পরই বমি করতে থাকেন। প্রাথমিক ভাবে সমস্যাটা বুঝতে পারেননি শ্যামলী এবং তাঁর স্বামী সন্তোষ সিং। তবে একই ঘটনার পুনরাবৃত্তি হলে চিন্তিত হয়ে পড়েন তাঁরা। বেশ কয়েক বার হাসপাতালের চক্কর কেটেও কারণ খুঁজে পাচ্ছিলেন না শ্যামলী ও সন্তোষ। দীর্ঘ সময় পর কারণ জেনেই মাথায় হাত।
শ্যামলীর ব্রেন টিউমার হয়েছিল। তাঁর স্বামী সন্তোষ সিং সংবাদসংস্থা পিটিআইকে বলেন, ‘একটি ম্যারাথানে রুপো জিতে মুম্বই ম্যারাথনে অংশ নিয়েছিল। ২৫-২৬ কিমি দৌড়নোর পরই বমি হতে থাকে। এর কারণটা আমরাও জানতাম না। দীর্ঘ দিন চিকিৎসার পর আসল কারণ ধরা পড়ে। ওর ব্রেন টিউমার হয়েছিল।’
Step by step, stride by stride ✨
🥇 Thakor Nirmaben Bharatjee, 🥈 Reshma Kevate, and 🥉 Shyamali Sing shone bright, showcasing their prowess at #TMM2024 🙌#HarDilMumbai pic.twitter.com/1U1dpWaJj5
— Tata Mumbai Marathon (@TataMumMarathon) January 21, 2024
ব্রেন টিউমারের চিকিৎসায় আর্থিক চ্যালেঞ্জের সামনেও পড়তে হয়েছে। অনেক ভিআইপি-র দরজায় কড়া নাড়লেও সাড়া মেলেনি। শেষ অবধি নিজেরাই নানা ভাবে অর্থ জোগার করে অস্ত্রোপচার করান শ্যামলী। সন্তোষ আরও বলেন, ‘চিকিৎসকের বিশ্বাস ছিল, অস্ত্রোপচরারের পর শ্যামলী আবারও দৌড়তে পারবে।’ ফের ম্যারাথনে ফিরতে পেরে যাবতীয় কৃতিত্ব স্বামীকেই দিচ্ছেন শ্যামলী। তাঁর স্বপ্ন ভাঙতে দেননি সন্তোষ।