প্যারিস: অনেক টালবাহানার পর গত বছর হলেও এ বার ফরাসি ওপেন হওয়া নিয়ে তীব্র সংশয়। যা পরিস্থিতি, তাতে বাতিল ঘোষণা করে দেওয়া হতে এ বারের রোলাঁ গারো। করোনার জন্য ফ্রান্সের অবস্থা বেশ খারাপ। সারা দেশ জুড়ে ফের লকডাউন শুরু হয়েছে। তার মধ্যে ফরাসি ওপেন হবে কিনা, তা নিয়ে তীব্র অনিশ্চয়তা।
ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী রোক্সানা মারাসিনেনু বলেছেন, ‘ফরাসি টেনিস ফেডারেশনের সঙ্গে আমরা এ নিয়ে কথাবার্তা বলছি। আমরা বলেছি, যদি সম্ভব হয় টুর্নামেন্ট যেন পিছনো হয়।’
নির্ধারিত সূচি অনুযায়ী ২৩ মে থেকে ফরাসি ওপেন শুরু হওয়ার কথা। গত বারও নির্ধারিত সময়ে রোলাঁ গারো শুরু করা যায়নি। তার বদলে চার মাস পর, প্রায় দর্শক শূন্য করে শুরু হয়েছিল টুর্নামেন্ট। রোলাঁ গারোয় শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছিল রাফায়েল নাদাল। রোক্সানার কথায়, ‘যে কোনও বড় মাপের টুর্নামেন্টকে কোভিড মুক্ত রাখাটাই চ্যালেঞ্জ আমাদের। যাতে পেশাদার প্লেয়ারদের মধ্যে এই ভাইরাস না ছড়ায়।’
আরও পড়ুন:ক্রিকেটে ডার্বির রং লাল-হলুদ
ফরাসি টেনিস ফেডারেশনের প্রেসিডেন্ট কিন্তু বলছেন, এ বছর ফরাসি ওপেন বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম। জাইলস মোরেট্টন বলেছেন, ‘এই মুহূর্তে এটুকুই বলতে পারি, টুর্নামেন্ট নির্ধারিত সূচি অনুযায়ীই হবে। এখন যা পরিস্থিতি, তা যদি আগামী দু’মাস চলতে থাকে, তা হলে অবশ্য ব্যাপারটা নিয়ে ভাবতে হবে। টুর্নামেন্ট আয়োজন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শেষ পর্যন্ত অবস্থা আরও খারাপ হলে বাতিল করতে হতে পারে। আমি কিন্তু খারাপ কিছু ভাবছি না।’