ইয়েমেনের মেয়ের পাশে অলিম্পিক পদকজয়ী গগন
সোমবার আমালের সঙ্গে দেখা করেন গগন (Gagan Narang)। তার পরই কার্যত স্বপ্নপূরণ হয়েছে ইয়েমেনের (Yemen) মেয়ের।
পুনে: কার্যত ‘নেই’এর দুনিয়া থেকে ‘প্রাপ্তি’র দেশে পা দিচ্ছেন ইয়েমেনের শুটার (Yemen shooter) আমাল মুদস। দিল্লিতে শুটিং বিশ্বকাপে এসেছিলেন অনেক প্রতিবন্ধকতা ঠেলতে ঠেলতে। না ছিল পথখরচ, না ছিল রাইফেল, এমনকি ছিল না তাঁর শুটিংয়ের ড্রেসও। সেই আমাল এখন সবই পেতে চলেছেন। সৌজন্যে ভারতের অলিম্পিক পদকজয়ী শুটার গগন নারাং (Gagan Narang)।
আরও পড়ুুন : অলিম্পিকের প্র্যাক্টিস করতে গিয়ে মৃত্যু সার্ফার ক্যাথরিনের
সোমবার আমালের সঙ্গে দেখা করেন গগন। তার পরই কার্যত স্বপ্নপূরণ হয়েছে ইয়েমেনের মেয়ের। গগন তাঁকে নতুন রাইফেল ও শুটিংয়ের ড্রেস কিনে দেওয়ার পাশাপাশি তাঁর অ্যাকাডেমি গান ফর গ্লোরি-তে ট্রেনিংয়ের প্রতিশ্রুতিও দিয়েছেন। গগনের সঙ্গে দেখা হওয়ার পর আমাল বলেছেন, ‘আমি কতটা খুশি, ভাষায় প্রকাশ করতে পারব না। ঈশ্বর নিশ্চয় আমাকে পোডিয়ামে দাঁড়িয়ে গগনকে ধন্যবাদ জানানোর সুযোগ করে দেবে।’
শুটিংয়ের কিছু না থাকা সত্ত্বেও নিজেকে তুলে ধরার যে দায়বদ্ধতা দেখিয়েছেন, যে জেদ আমালকে তাড়া করেছে এতদিন ধরে, তাতেই মুগ্ধ গগন। শুটিং বিশ্বকাপে গগনের অ্যাকাডেমির রাইফেল ধার করেই নেমেছিলেন আমাল। গগন বলেছেন, ‘যখন ভারতীয় শুটিং সংস্থা যখন আমালকে একটা রাইফেল ধার দিতে বলেছিল, তখন আমি কিছুই জিজ্ঞেস করিনি। কিন্তু তার পর আমালের পরিস্থিতি সম্পর্কে জানতে পারি। শুটিং রেঞ্জে নামার জন্য ও যে ডেডিকেশন দেখিয়েছে, সেটা সত্যি অবিশ্বাস্য। বেশ কয়েক জনের সঙ্গে কথা বলি ওকে নিয়ে। তারা আমালকে রাইফেল কিনে দিতে রাজি হয়। শুটিংয়ের জ্যাকেটও দিতে রাজি হয় একটা সংস্থা। সেই সঙ্গে ওকে আমাদের অ্যাকাডেমিতে ট্রেনিংয়ের ব্যবস্থাও করে দিয়েছি।’