Ashes 2025-26: বাজবল এফেক্ট? দ্রুততম ৩ হাজার রানের অবিশ্বাস্য রেকর্ড হ্য়ারি ব্রুকের!

পর পর তিন টেস্ট হারের পর তীব্র সমালোচনা চলছিল কোচ বেন্ডন ম্যাকালামকে নিয়ে। সেই তাঁরই বাজ়বল থিওরি এখন চর্চায়। টেস্টে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড হ্য়ারি ব্রুকের। বাজ়বল এফেক্ট কিনা, তা নিয় চলছে ক্রিকেট মহলে আলোচনা। ইংল্যান্ডের সহ-অধিনায়ক টেস্ট ক্রিকেটে এই নজির গড়েছেন বক্সিং ডে টেস্টে।

Ashes 2025-26: বাজবল এফেক্ট? দ্রুততম ৩ হাজার রানের অবিশ্বাস্য রেকর্ড হ্য়ারি ব্রুকের!

| Edited By: Purvi Ghosh

Dec 27, 2025 | 4:55 PM

কলকাতা: পর পর তিন টেস্ট হারের পর তীব্র সমালোচনা চলছিল কোচ বেন্ডন ম্যাকালামকে নিয়ে। সেই তাঁরই বাজ়বল থিওরি এখন চর্চায়। টেস্টে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড হ্য়ারি ব্রুকের। বাজ়বল এফেক্ট কিনা, তা নিয় চলছে ক্রিকেট মহলে আলোচনা। ইংল্যান্ডের সহ-অধিনায়ক টেস্ট ক্রিকেটে এই নজির গড়েছেন বক্সিং ডে টেস্টে। প্রথম ইনিংসে ৩৪ বলে ৪১ রান করেন ব্রুক। তাঁর ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। স্কট বোল্যান্ডের বলে আউট হন। টেস্ট কেরিয়ারে মাত্র ৩,৪৬৮ বলে ৩,০০০ রানের মাইলফলক পেরিয়ে যান। ৫৭ ইনিংস খেলে ৩,০৩৪ রান করেছেন। গড় ৫৪.১৭। তাঁর ঝুলিতে রয়েছে ১০টি সেঞ্চুরি ও ১৪টি হাফ-সেঞ্চুরি। স্ট্রাইক রেট ৮৬-এরও বেশি। তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ৩১৭।

ইংল্যান্ডের দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ৩,০০০ রানে পৌঁছলেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি ডন ব্র্যাডম্যান ১৯২৮ সালে মাত্র ৩৩ ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেছিলেন। চলতি বছরে ব্রুক ১০টি টেস্টের ১৭ ইনিংসে ৭৫৩ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ৮২-এর বেশি। অস্ট্রেলিয়ায় তাঁর প্রথম অ্যাসেজ সিরিজে ব্রুক সাত ইনিংসে ২১৪ রান করেছেন। স্ট্রাইক রেট ৭৮-এর ওপরে। টেস্টে করা ৫২ রান ইনিংস সফরে তাঁর একমাত্র হাফসেঞ্চুরি। প্রথম অস্ট্রেলিয়া সফরে ব্রুক যে প্রতিভার ঝলক দেখিয়েছেন, তা ইংল্যান্ড শিবিরকে আশাবাদী করছে।

বলের নিরিখে টেস্টে দ্রুততম ৩ হাজার রানের রেকর্ড

  • হ্যারি ব্রুক ৩৪৬৮ বলে
  • বেল ডাকেট ৩৪৭৪ বলে
  • অ্যাডাম গিলক্রিস্ট ৩৬১০ বলে
  • ডেভিড ওয়ার্নার ৪০৪৭ বলে
  • ঋষভ পন্থ ৪০৯৫ বলে

এমসিজি-তে ২ দিনের টেস্ট একাধিক রেকর্ড গড়ল। অস্ট্রেলিয়া মোট ৪৭৯ বল খেলেছে। যা তাদের চতুর্থ সর্বনিম্ন বল খেলার রেকর্ড। অজিরা দুই ইনিংস মিলিয়ে করেছে ২৮৪ রান। যা তাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন রান। ১৩২ রানে অল আউট আবার অস্ট্রেলিয়ার হোম অ্যাসেজ সিরিজে দ্বিতীয় সর্বনিম্ন রান। আবার ইংল্যান্ডের মাত্র ৩৩ ওভারে জয় অ্যাসেজে রান তাড়া করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে।