AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iga Swiatek vs Karolina Muchova : সাহসী মুচোভাকে চেকমেট, তৃতীয় ফরাসি ওপেন জয় এক নম্বরের

French Open 2023 Women's Singles Final Report : স্বোয়াতেক সেই তালিকায় নাম লেখাননি। স্নায়ুর চাপ সামলে শেষ অবধি তৃতীয় সেট ও ম্যাচ জয় ইগা স্বোয়াতেকের। ২ ঘণ্টা ৪৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে হাসি মুখেই কোর্ট ছাড়তে পারলেন বিশ্বের এক নম্বর।

Iga Swiatek vs Karolina Muchova : সাহসী মুচোভাকে চেকমেট, তৃতীয় ফরাসি ওপেন জয় এক নম্বরের
তৃতীয় ফরাসি ওপেন জয়ের স্বস্তিতে ইগা।Image Credit: twitter
| Edited By: | Updated on: Jun 10, 2023 | 9:42 PM
Share

প্যারিস : প্রথম বার গ্র্যান্ড স্লাম ফাইনালে জায়গা করে নিয়েছিলেন চেক রিপাবলিকের ক্যারোলিনা মুচোভা। উল্টোদিকে, বিশ্বের এক নম্বর ইগা স্বোয়াতেক। এর আগে দু’বার ফরাসি ওপেন জিতেছেন ইগা। কেরিয়ারের তৃতীয় ফরাসি ওপেন তথা চতুর্থ গ্র্যান্ড স্লামের লক্ষ্যে নেমেছিলেন বিশ্বের এক নম্বর। তাঁর মতো অভিজ্ঞ প্লেয়ারের বিরুদ্ধে মুচোভাকে যথেষ্ঠ পরিশ্রম করতে হবে, এ আর নতুন কী! প্রথম সেট সহজেই জিতলেন স্বোয়াতেক। ৪৬ মিনিট স্থায়ী হয় প্রথম সেট। কিন্তু এরপরই প্রতিরোধের মুখে পড়েন। কেরিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম ফাইনালে সাহসী টেনিস উপহার দিলেন মুচোভা। একটা সময় অবধি মনে হয়েছিল, নতুন চ্যাম্পিয়ন পেতে পারে রোলাঁ গারো। সমস্ত অভিজ্ঞতা উজাড় করে দিয়ে খেতাব ইগার। ফরাসি ওপেনে মহিলাদের সিঙ্গল ফাইনালে ইগা স্বোয়াতেক বনাম ক্যারোলিন মুচোভা ফাইনাল ম্যাচ রিপোর্ট TV9Bangla Sports-এ।

কেরিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জিতলেন বিশ্বের এক নম্বর ইগা স্বোয়াতেক। প্রথম সেট জেতেন ৬-২ ব্যবধানে। দ্বিতীয় সেটে টানা ৩ পয়েন্ট নিয়ে অ্যাডভান্টেজ ছিলেন ইগা স্বোয়াতেক। তবে চতুর্থ গেমে ঘুরে দাঁড়ান ক্যারোলিনা। টানা দুটি গেম জিতে ২-৩ করেন। এর পর থেকে অনবদ্য লড়াই। এক ঘণ্টার বেশি সময় লাগে দ্বিতীয় সেটের ফয়সালা হতে। প্রতিরোধ গড়ার মরিয়া চেষ্টা করেন ক্যারোলিনা মুচোভা। শেষ অবধি ৭-৫’এর রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেন। বিশ্বের এক নম্বরের বিরুদ্ধে দ্বিতীয় সেটের লড়াইয়ে আত্মবিশ্বাস পান মুচোভা।

তৃতীয় সেটে প্রথম দুটি গেম জিতে ২-০ এগিয়ে যান মুচোভা। অভিজ্ঞ স্বোয়াতেক দ্রুত ২-২ করেন। সমানে সমানে টক্কর চলে। চ্যাম্পিয়ন হতে গেলে স্কিলের পাশাপাশি মানসিক কাঠিন্য প্রয়োজন হয়। মহিলাদের টেনিসে যেটা গত কয়েক বছরে দেখিয়ে আসছেন ইগা স্বোয়াতেক। এক-দুটো গ্র্যান্ড স্লাম জিতে অনেকেই হারিয়ে যান। স্বোয়াতেক সেই তালিকায় নাম লেখাননি। স্নায়ুর চাপ সামলে শেষ অবধি তৃতীয় সেট ও ম্যাচ জয় ইগা স্বোয়াতেকের। ২ ঘণ্টা ৪৬ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে হাসি মুখেই কোর্ট ছাড়তে পারলেন বিশ্বের এক নম্বর।