Wimbledon: ইন্দ্রপতন, ছিটকে গেলেন টানা ৩৭ ম্যাচ জয়ী শীর্ষ বাছাই

উইম্বলডনেও ছন্দ ধরে রেখেছেন রাফায়েল নাদাল। উঠলেন চতুর্থ রাউন্ডে

Wimbledon: ইন্দ্রপতন, ছিটকে গেলেন টানা ৩৭ ম্যাচ জয়ী শীর্ষ বাছাই
হারের কারণ খুঁজছেন ইগা।
Image Credit source: WIMBLEDON
TV9 Bangla Digital

| Edited By: Dipankar Ghoshal

Jul 03, 2022 | 3:19 AM

লন্ডন: ভুলে ভরা পারফরম্যান্স। টানা ৩৭ ম্যাচ জয়ের পর প্রথম হার ইগা স্বোয়াতেকের (Iga Swiatek)। সম্প্রতি ফরাসি ওপেন জিতেছেন ইগা। উইম্বলডনে (Wimbledon) তৃতীয় রাউন্ডের ম্যাচে এদিন বিশ্বের ৩৭ নম্বরের কাছে হার ইগার। ফরাসি খেলোয়াড় আলিজে কর্নেট এক নম্বর তারকা ইগার বিরুদ্ধে জিতলেন ৬-৪, ৬-২’র স্ট্রেট সেটে। প্রতিযোগিতার শীর্ষ বাছাই ইগা স্বোয়াতেক এদিন ৩৩টি আনফোর্সড এরর করেছেন। সেখানেই পিছিয়ে পড়েন ইগা। ম্যাচের শুরু থেকেই ব্যাকফুটে ছিলেন। আর ঘুরে দাঁড়াতে পারেননি। প্রথম সেটের শুরুর দুটি সার্ভিসই ব্রেক হয় তাঁর। গত ফেব্রুয়ারিতে জেলেনা ওস্টাপেঙ্কোর কাছে দুবাইতে হেরেছিলেন। উইম্বলডনে নামার আগে আধডজন ট্রফি জিতেছেন। আলিজে কর্নেট রেকর্ড গ্র্যান্ড স্লামে খেলছেন। টানা ৬২ টি গ্র্যান্ড স্লামে অংশগ্রহণ করছেন কর্নেট।

২০১৪ উইম্বলডনে তৃতীয় রাউন্ডে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে ইন্দ্রপতন ঘটিয়েছিলেন কর্নেট। বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে হারিয়ে একই অনুভূতি হচ্ছে, এমনটাই জানিয়েছেন কর্নেট। বলছেন, ‘একই কোর্টে আট বছর আগে সেরেনা উইলিয়ামসকে হারিয়েছিলাম। সেটাই মনে পড়ছে।‘

উইম্বলডনেও ছন্দ ধরে রেখেছেন রাফায়েল নাদাল। ওপেন এরায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক নাদাল। এ মরসুমে অস্ট্রেলিয়ান ওপেন এবং কিছুদিন আগে ফরাসি ওপেন জিতেছেন। সহজ জয়ে উইম্বলডনের চতুর্থ রাউন্ডে পৌঁছালেন তিনি। তৃতীয় রাউন্ডে তিনি স্ট্রেট সেটে হারান লরেঞ্জো সোনেগোকে। রাফার পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-২, ৬-৪। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল খেলবেন ২১ তম বাছাই বোতিক ভ্যান ডে জান্ডশাল্পের বিরুদ্ধে।

অন্য ম্যাচে রুদ্ধশ্বাস জয় নিক কিরগিওসের। চার সেটের লড়াইয়ে তিনি হারালেন প্রতিযাগিতার চতুর্থ বাছাই স্তেফানোস সিতসিপাসকে। কিরগিওসের পক্ষে ফল ৬-৭ (২-৭), ৬-৪, ৬-৩, ৭-৬ (৯-৭)। মেয়েদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডেই বিদায় পেত্রা কিতোভার। পাওলা বাডোসার কাছে তিনি হারেন ৫-৭, ৬-৭ (৪-৭)।

Follow us on

Related Stories

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla