
আইএসএলে রুদ্ধশ্বাস জয় এফ সি গোয়ার। পিছিয়ে পরেও জামশেদপুর এফ সি ২-১ গোলে হারাল তারা।

প্রথমার্ধে স্টিফেন ইজের গোলে লিড নেয় জামশেদপুর।

৬৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে গোয়াকে সমতায় ফেরান ইগর অ্যাঙ্গুলো।

দ্বিতীয়ার্ধে জামশেদপুরের লিমার শট ক্রশবারে লেগে গোললাইন অতিক্রম করে ফিরলেও গোল দেননি রেফারি।

ইনজুরি টাইমে হেডে গোল করে গোয়াকে রুদ্ধশ্বাস জয় এনে দেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা অ্যাঙ্গুলো। ছবি-আইএসএল।