AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shubman Gill: হলিউডে শুভমন! স্পাইডার-ম্যান হচ্ছেন ভারতের বিধ্বংসী ওপেনার

‘SPIDER-MAN’ IN INDIA: চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন শুভমন গিল। শুধু ক্রিকেটই নয়, সিনেমা জগতেও ক্যারিশমার ছক্কা হাঁকাতে চলেছেন দেশের তরুণ ওপেনার।

Shubman Gill: হলিউডে শুভমন! স্পাইডার-ম্যান হচ্ছেন ভারতের বিধ্বংসী ওপেনার
Image Credit: Twitter
| Edited By: | Updated on: May 08, 2023 | 2:28 PM
Share

কলকাতা: শুধু বাইশ গজেই নয়, সিনেমা জগতেও ক্যারিশমার ছক্কা হাঁকাতে চলেছেন দেশের তরুণ ওপেনার শুভমন গিল (Shubman Gill)। চলতি আইপিএলে (IPL 2023) গুজরাট টাইটান্সের হয়ে অনবদ্য ছন্দে রয়েছেন শুভমন। রবিবার লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে তাঁর ব্যাটে এসেছে ৯৪ রানের ঝকঝকে ইনিংস। কোটিপতি লিগে ধুমধাড়াক্কার পাশাপাশি হলিউডের সঙ্গে শুভমনের যোগের খবর এল সোমবার। হলিউডের বিখ্যাত স্পাইডারম্যান ফ্র্যাঞ্চাইজির হয়ে কাজ করতে চলেছেন ভারতীয় ক্রিকেটার। আগামী ২ জুন থিয়েটারে মুক্তি পাচ্ছে স্পাইডার ম্যান সিরিজের নতুন অ্যানিমেশন ফিল্ম ‘Spider-Man: Across the Spider-Verse’। সারা বিশ্বের পাশাপাশি ভারতেও মুক্তি পাবে ছবিটি। এমনিতে স্পাইডারম্যান (Spider-Man) সিরিজের ছবি ভারতীয় দর্শকদের কাছে ব্যপক জনপ্রিয়। যে কারণে ছবিটি হিন্দি ছাড়াও কয়েকটি আঞ্চলিক ভাষাতেও মুক্তি পাবে। ছবি নিয়ে অপেক্ষার মাঝেই ভারতীয় দর্শকদের চমকে দিলেন ছবির নির্মাতারা। ছবিতে স্পাইডারম্যানের মুখে শোনা যাবে শুভমন গিলের কন্ঠ! ছবির হিন্দি ভার্সনের ট্রেলার প্রকাশ্যে এসেছে। বিস্তারিত রইল TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

ভারতের ক্রিকেটপ্রেমীদের কাছে বরাবরই সুপারম্যান তিনি। ব্যাট হাতে মাঠে নামলেই পঞ্জাব কা পুত্তর শুভমন থেকে সুপারম্যান হয়ে যান। এ বার সত্যি সত্যিই ভারতীয় দর্শকদের কাছে স্পাইডারম্যান হচ্ছেন শুভমন। ছবিটির হিন্দি ভার্সনে স্পাইডারম্যানের নাম দেওয়া হয়েছে পবিত্র প্রভাকর। হিন্দির পাশাপাশি পঞ্জাবি ভাষাতেও গলা দেবেন শুভমন। হলিউডের এই সুপারহিরো চরিত্রটির সঙ্গে দেশের জনপ্রিয় ক্রিকেটার যুক্ত হওয়ায় ভারতীয় দর্শকদের কাছে ছবিটির গ্রহণযোগ্যতা আরও বাড়তে বলেই আশা ছবির নির্মাতাদের। ভারতীয় ক্রিকেটে এই প্রথম এমন কোনও ঘটনা ঘটল।

রবিবার মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন শুভমন গিল। লখনউয়ের বোলারদের পিটিয়ে ৯৪ রানের ইনিংস খেলেন গুজরাট ওপেনার। শেষ ওভারে সেঞ্চুরি পূর্ণ করার সুযোগ ছিল। কিন্তু কাজে লাগাতে পারেননি। যদিও ৯৪ রান আইপিএলে তাঁর সর্বাধিক রান নয়। গিলে এর আগে ৯৬ রানের ইনিংস খেলেছেন। অল্পের জন্য হলেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি।