ISL 2024-25, MBSG: জিতেই প্লে-অফের বক্সে টিক মোহনবাগানের, পরবর্তী লক্ষ্য লিগ শিল্ড
Mohun Bagan vs Punjab FC: মোহনবাগান যে অন্য দলের অঙ্ক নিয়ে ভাবছে না, বিষয়টি পরিষ্কার করে বলা যায়। নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখাতেই নজর। এ দিন ঘরের মাঠে পঞ্জাব এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেই বার্তাই দিল মোহনবাগান।

একটা বক্সে টিক দেওয়া হয়ে গেল মোহনবাগানের। প্লে-অফ কার্যত নিশ্চিত ছিল। অঙ্কের নিরিখে প্রয়োজন ছিল মাত্র একটা পয়েন্ট। ঘরের মাঠে পঞ্জাব এফসিকে হারিয়েই শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত করল সবুজ মেরুন। বাকি চার ম্যাচের মধ্যে দুটি জিতলেই লিগ শিল্ডও নিশ্চিত হয়ে যাবে। তবে আর পাঁচ পয়েন্টেও হতে পারে। সেক্ষেত্রে অন্য ম্যাচের ফল কী হচ্ছে সেদিকে দেখতে হবে। মোহনবাগান যে অন্য দলের অঙ্ক নিয়ে ভাবছে না, বিষয়টি পরিষ্কার করে বলা যায়। নিজেদের জয়ের ধারাবাহিকতা বজায় রাখাতেই নজর। এ দিন ঘরের মাঠে পঞ্জাব এফসিকে ৩-০ ব্যবধানে হারিয়ে সেই বার্তাই দিল মোহনবাগান।
মরসুমের শুরুর দিকে কিছুটা হোঁচট খেয়েছিল মোহনবাগান। এরপর ধারাবাহিকতায় শীর্ষস্থান দখল করেছিল। মাঝে দু-তিনটে ম্যাচে অস্বস্তি হলেও শীর্ষস্থান হাতছাড়া হয়নি। আরও একটা জয়ে জায়গা মজবুতই হল। যদিও পঞ্জাব এফসি ম্যাচের শুরুটা বিধ্বংসী মেজাজে হয়নি। বরং প্রতিপক্ষকে ধীর স্থির ভাবে মেপে নিচ্ছিল মোহনবাগান। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ এলেও গোল আসেনি। গোলশূন্য থেকেই বিরতিতে যায় দু-দল। দ্বিতীয়ার্ধে মোহনবাগানের দাপট।
ম্যাচের ৫৬ মিনিটে জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে যায় মোহনবাগান। একটা গোল পেতেই আক্রমণের দাপট বাড়ে। ৬৩ মিনিটে ম্যাচ এবং মোহনবাগানের দ্বিতীয় গোল লিস্টন কোলাসোর সৌজন্যে। বোঝাপড়া ছিল দুর্দান্ত। ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে আরও একটি গোল জেমি ম্যাকলারেনের। পঞ্জাবের বিরুদ্ধে ৩-০। ম্যাচ জিতে কোনও অস্বস্তি যদি বলা যায়, তা হল এ দিন হলুদ কার্ড দেখেন গ্রেগ স্টুয়ার্ট। কার্ড সমস্যায় তাঁকে পরের ম্যাচে পাওয়া যাবে না।





