EURO 2020 : এরিকসনের বার্তার পরেও জয় অধরা, নতুন নায়ক পোজানপালো
নতুন নায়কের ফুটবল কেরিয়ারের দিকে তাকালে চোখ কপালে উঠতে হয়। নিজের অভিষেক মঞ্চগুলিকে বারবার স্মরণীয় করে রেখেছেন পোজানপালো। ক্লাব হোক বা জাতীয় দল- অভিষেক ম্যাচে গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন পোজানপালো। এবারও তার অন্যথা হলনা।

ডেনমার্ক – ফিনল্যান্ড
০ – ১
(জোয়েল পোজানপালো ৫৯’)
কোপেনহেগেনঃ সব ভুলে ফের ম্যাচ শুরু করো। আমি এখন অনেকটাই সুস্থ। ডেনমার্কের (DENMARK)ড্রেসিংরুমে ক্রিশ্চিয়ান এরিকসেনের(CHRISTIAN ERIKSEN) ভিডিও কলে এল বার্তা। মাঠে নামল ডেনমার্ক। কিন্তু ইউরো কাপের(EURO 2021) প্রথম ম্যাচ জয় পেল না ড্যানিশ ডিনামাইট। দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে ফিনল্যান্ডের পোজানপালোর গোলে শেষ হয়ে গেল ডেনমার্কের জয়ের যাবতীয় স্বপ্ন। নতুন ইতিহাস তৈরি করল ফিনল্যান্ড(FINLAND)। প্রথমবার ইউরোর মূলপর্বে সুযোগ পেয়েই প্রথম ম্যাচেই দুরন্ত জয় ছিনিয়ে নিল ফিনল্যান্ড। ইউরোর মঞ্চ পেল নতুন নায়ক পোজানপালোকে(JOEL POHJANPALO)।

ফস্কালেন স্কিমিচেল, ইতিহাস ফিনল্যান্ডের
এদিন এরিকসনের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছেন পার্কেন স্টেডিয়াম। মাঠে নেমে ডেনমার্ক যেন এরিকসনের জন্য জয় ছিনিয়ে নিতে মরিয়া ছিল। খেলা ফের শুরু হতেই প্রথমার্ধের বাকি ৫ মিনিট হল খেলা। গোলের মুখ খুলতে পারল না এদিনের ম্যাচের ফেভারিটরা। ৫ মিনিটের বিরতির পর যখন দ্বিতীয়ার্ধে গোলের জন্য অলআউট ঝাঁপাতে শুরু করল ড্যানিশ আপফ্রন্ট, তখনই ঘটল বিপদ। কাউন্টার অ্যাটাকে গোল করে এগিয়ে গেল ফিনল্যান্ড। ফিনিশ পোজানপালোর হেড তালুবন্দি করতে ব্যর্থ ড্যানিশ গোলরক্ষক ক্যাসপার স্কিমিচেল। কিংবদন্তী গোলরক্ষক পিটার স্কিমিচেলের পুত্র ক্যাসপার। এদিন হাতের তলা দিয়ে গলে গেল বল। সেই ১ গোলেই ইউরো কাপে প্রথমবার জয়ের স্বাদ পেল ফিনল্যান্ড। তৈরি হল ইউরোর মঞ্চে নতুন ইতিহাসের।

পোজানপালোর সেই হেড। জালে জড়ানোর আগের মুহূর্তে।
কোনওদিনই বিশ্বকাপের স্বাদ পাওয়া হয়নি ফিনল্যান্ডের। এই প্রথমবার যোগ্যতা অর্জন করেছে ইউরোর মূলপর্বের। আর প্রথম ম্যাচেই ইতিহাস। নায়ক বনে গেলেন পোজানপালো। নতুন নায়কের ফুটবল কেরিয়ারের দিকে তাকালে চোখ কপালে উঠতে হয়। নিজের অভিষেক মঞ্চগুলিকে বারবার স্মরণীয় করে রেখেছেন পোজানপালো। ক্লাব হোক বা জাতীয় দল- অভিষেক ম্যাচে গোল করা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছেন পোজানপালো। এবারও তার অন্যথা হলনা।
২০১১ সালে মাত্র ১৬ বছর বয়সে হেলসিঙ্কির নামী ক্লাব এইজেকে-তে সুযোগ পান ১৬ বছরের পোজানপালো। ১ বছর পর লিগের ম্যাচে অভিষেক হয় পোজানপালোর। ক্লাবের হয়ে অভিষেক ম্যাচে গড়লেন ইতিহাস। একটা, দুটো নয়, অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করে বসলেন পোজানপালো। তাও আবার ১৬২ সেকেন্ডে করলেন হ্যাটট্রিক! সেখান থেকে নজর কাড়া শুরু। ডাক পেলেন লিভারপুল থেকে। ট্রায়ালের পর তাঁর সঙ্গে ৩ বছরের চুক্তি করতে চায় ইপিএলের নামী এই ক্লাব। কিন্তু হেলায় সেই অফার ফিরিয়ে দেন পোজানপালো।
এরপর ২০১৩ সালে ডাক পেলেন জার্মানির বিখ্যাত ক্লাব বেয়ার লেভারকুসেনের থেকে। লোনে সেখানে যোগ দেন পোজানপালো। এরপর ২০১৬ সালে চুক্তিবদ্ধ হন ক্লাব বেয়ার লেভারকুসনের সঙ্গে। সেখানেও পোজানপালো ধরে রাখলেন অভিষেকেই গোল করার কীর্তি। ২০১৬-১৭ মরসুমে বুন্দেশলিগায় অভিষেক ম্যাচেই পরিবর্ত হিসেবে নেমে গোল করলেন পোজানপালো। পরের ম্যাচে হামবুর্গারের বিরুদ্ধে দুরন্ত হ্যাটট্রিক।
আর এবার ইউরোর মঞ্চ। প্রথমবার ইউরো খেলার সুযোগ পেয়েছে ফিনল্যান্ড। আর ফিনল্যান্ডের হয়ে ইউরোর অভিষেক ম্যাচে গোল করে দলকে জেতালেন পোজানপালো। অভিষেক ম্যাচে গোল করার কীর্তি ফের অটুট থাকল পোজানপালোর কেরিয়ারে। ঘরের মাঠে প্রথম ম্যাচে স্বপ্নভঙ্গ হল ডেনমার্কের।
