Messi in Kolkata: টাকা ফেরত দেওয়ার কথা বললেন রাজীব কুমার, উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা

WB Police: হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শকরা। চেয়ার থেকে সোফা, ভাঙচুর চালানো হয়েছে সর্বত্র। একদিকে পুলিশের ভূমিকা নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন পুলিশ আয়োজকদের উপরেই দায় চাপাল।

Messi in Kolkata: টাকা ফেরত দেওয়ার কথা বললেন রাজীব কুমার, উদ্যোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা
Image Credit source: TV9 Bangla

Dec 13, 2025 | 3:08 PM

কলকাতা: কেউ ৪ হাজার, কেউ ৮ হাজার, কেউ ১০ হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন। কিন্তু বিশৃঙ্খলার কারণে মেসিকে দেখাই হল না তাঁদের। মাসের পর মাস যাঁরা মেসিকে দেখার জন্য অপেক্ষা করেছিলেন, তাঁরা এদিনের পরিস্থিতির জন্য পুলিশ থেকে উদ্যোক্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। এই পরিস্থিতিতে টাকা ফেরত দেওয়ার কথা বললেন রাজ্য পুলিশে ডিজি রাজীব কুমার।

এদিনের অনুষ্ঠানে ন্যূনতম টিকিটের দাম ছিল ৩৫০০ টাকা। এর মধ্যে আবার চড়া দামে বিক্রি হয়েছে জলের বোতন থেকে পপকর্নের প্যাকেট। ঘটনার পর সাংবাদিক বৈঠকে বসে রাজীব কুমার বলেন, “যা টিকিট বিক্রি হয়েছে, সেই টাকা ফেরত দেওয়া উচিত। মেসিকে কেউ দেখতে পাননি।”

রাজীব কুমার আরও বলেন, “টিকিট ফেরত দেওয়ার ব্যাপারে উদ্যোক্তারা যদি সঠিক ব্যবস্থা না নেয়, তাহলে আইনি পদক্ষেপ করা হবে। আমরা ইতিমধ্যেই মূল উদ্যোক্তাকে আটক করেছি। এই বিশৃঙ্খলা নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ ছাড় পাবে না।”

তবে স্টেডিয়ামে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে পুলিশ। এডিডি আইন শৃঙ্খলা জাভেদ শামিম জানিয়েছেন, প্রত্যেকে নিরাপদে বাড়ি পৌঁছে গিয়েছেন। ট্রাফিকের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এদিন যুবভারতীতে আসার কথা ছিল মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও। ফুটবল তারকা মেসির সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় ক্রীড়াঙ্গনে পৌঁছনোর আগেই নিজের কনভয়ের অভিমুখ ঘুরিয়ে নেন তিনি। ফিরে যান মমতা। ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি।