
কলকাতা: টোকিও অলিম্পিকে চমকে দেওয়া পারফরম্যান্স ছিল তাঁর। তবে থামতে হয়েছিল ব্রোঞ্জেই। তাতে অবশ্য তাঁর কৃতিত্ব এতটুকু কমেনি। রাতারাতি সুপারস্টার হয়ে গিয়েছিলেন ভারতীয় খেলায়। সেই লভলিনা বরগোহাঁইন এবার মারাত্মক অভিযোগ তুললেন। লিঙ্গ বৈষম্যের শিকার হয়েছেন অসমের বক্সার। এই অভিযোগ তুলেছেন বক্সিং ফেডারেশনেরই এক কর্তার বিরুদ্ধে। বছরখানেক আগে কুস্তির মতো অলিম্পিকে সফল খেলা ঘিরে বিতর্ক কম হয়নি। এবার বক্সিংয়ে লভলিনার এই অভিযোগ তোলপাড় ফেলে দিয়েছে।
লভলিনার অভিযোগ সরাসরি ফেডারেশনের কার্যকরী ডিরেক্টর এবং অন্তর্বর্তীকালীন কমিটি সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল অরুণ মালিকের বিরুদ্ধে। লভলিনা বলেছেন, ‘ওই ঘটনা আমাকে ভীষণ আহত করেছে। ভেঙে চুরমার হয়ে গিয়েছি। একই সঙ্গে প্রশ্ন তুলে দিয়েছে আমার মনে, আমরা মেয়েরা যারা খেলি, তারা কি প্রাপ্য সম্মান পাই?’
লভলিনার এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন অরুণ মালিক। বলেছেন, ‘লভলিনা দেশের গর্ব। বক্সিং ফেডারেশনেরও ওর সাফল্য নিয়ে একই রকম গর্বিত। আমি ওর অভিযোগ মানছি না। যে প্রশ্ন ওকে করা হয়েছে, তা পুরোপুরি পেশাদারিত্ব মেনেই হয়েছে। ওই সেশনে কিন্তু সাই ও টপসের কর্তারা হাজির ছিল। ওই সেশনের পুরোটা ভিডিয়ো রেকর্ডও করা হয়েছে। সাই এবং টপসের কর্তাদের কাছে সেই ভিডিয়ো আছে রিভিউ করার জন্য। লভলিনা যে অভিযোগ তুলেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।’