Messi’s Sister’s Accident: পিছিয়ে গেল বিয়ে, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন!

মেসি খেলেন ইন্টার মায়ামিতে। মারিয়ার গাড়ি দুর্ঘটনাটিও ঘটেছে মায়ামিতে। তবে ওই দুর্ঘটনা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। কোনও রিপোর্টে বলা হয়েছে, মারিয়া সোল তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারেন। মেসির মা বলেছেন, প্রবল ধাক্কায় তাঁর মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আবার কোনও রিপোর্টে বলা হয়েছে, একটি ট্রাক চালাচ্ছিলেন মারিয়া। যা দুর্ঘটনার কবলে পড়ে। আবার একটি রিপোর্টে বলা হয়েছে, বাইক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক চোট পেয়েছেন মারিয়া।

Messis Sisters Accident: পিছিয়ে গেল বিয়ে, গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন!

| Edited By: Purvi Ghosh

Dec 23, 2025 | 7:22 PM

কলকাতা: ৩ জানুয়ারি বিয়ে হওয়ার কথা ছিল রোসারিওতে। দুর্ঘটনার কবলে পড়ে পিছিয়ে গেল সেই বিয়ে। গাড়ি দুর্ঘটনায় গুরুতর চোট পেয়েছেন পাএী। অন্তত মাস ৬ তাঁকে থাকতে হবে রিহ্যাবে। কে এই পাএী? মারিয়া সোল, এই নাম বললে কেউ হয়তো চিনতেই পারবেন না। কিন্তু পদবি বললেই আঁতকে উঠতে পারেন অনেকে। মারিয়ার পদবি ‘মেসি’। তিনি লিওনেল মেসির বোন।

৩২ বছর বয়সী মারিয়া সোল গাড়ি দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়েছেন। মারাত্মক চোট পেয়েছেন মেরুদণ্ডে। শরীরের কিছু অংশ পুড়ে গিয়েছে। গোড়ালি ও কবজির হাড় ভেঙে গিয়েছে। আর্জেন্টিনার টিভি সাংবাদিক এনজেল ডি ব্রিটো ওই দুর্ঘটনার পর কথা বলেছেন মেসির মা সেলিয়া কুচিত্তিনির সঙ্গে। তিনি জানিয়েছেন, মারিয়া সোল এখন “বিপন্মুক্ত”। তবে মারিয়াকে দীর্ঘদিন রিহ্যাবে থাকতে হবে। মেসির মায়ের কথা অনুযায়ী, “৩ জানুয়ারি রোসারিওতে মারিয়ার বিয়ে হওয়ার কথা ছিল। আপাতত বিয়ে পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ, মারিয়াকে বেশ কিছুদিন রিহ্যাবে থাকতে হবে।”

মেসি খেলেন ইন্টার মায়ামিতে। মারিয়ার গাড়ি দুর্ঘটনাটিও ঘটেছে মায়ামিতে। তবে ওই দুর্ঘটনা নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। কোনও রিপোর্টে বলা হয়েছে, মারিয়া সোল তাঁর গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি দেওয়ালে ধাক্কা মারেন। মেসির মা বলেছেন, প্রবল ধাক্কায় তাঁর মেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। আবার কোনও রিপোর্টে বলা হয়েছে, একটি ট্রাক চালাচ্ছিলেন মারিয়া। যা দুর্ঘটনার কবলে পড়ে। আবার একটি রিপোর্টে বলা হয়েছে, বাইক দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক চোট পেয়েছেন মারিয়া।

ঘটনা হল, মেসির ক্লাব ইন্টার মায়ামির যুব দলের কোচ মারিয়ার হবু স্বামী। দুর্ঘটনার খবর পেয়ে মেসির পরিবার সঙ্গে সঙ্গে মেয়ের পাশে এসে দাঁড়ান। পরিবার তো বটেই, মেসির ঘনিষ্ঠ লোকজনও চাইছেন দ্রুত সুস্থ হয়ে উঠুন মারিয়া সোল মেসি।