Lionel Messi: ৬৫ কোটিতে বিকোল মেসির বিশ্বকাপ জেতা জার্সি!
Lionel Mess's Jersey: সেই মেসির বিশ্বকাপ জেতা জার্সি এ বার নিলামে উঠল। কাতার বিশ্বকাপে ৬টা জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টেনিয়ান। সব ক"টাই নিলামে তোলা হয়। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা, নক আউট থেকে গ্রুপ পর্যায়ের ম্যাচে ওই ৬টা জার্সি পরেই নিয়মিত কাতার বিশ্বকাপ খেলেছিলেন। সেই জার্সি সংগ্রহে রাখার জন্য যে ধনকুবেররা ঝাঁপিয়ে পড়বেন, জানাই ছিল। হলও তাই। কত দাম উঠল ওই ৬টা জার্সির?

নিউ ইয়র্ক: কাতার বিশ্বকাপ জিতে কিংবদন্তির পর্যায়ে পা দিয়েছেন লিওনেল মেসি। দিয়েগো মারাদোনার পর আর্জেন্টিনাকে ফের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে দিয়েছেন এলএম টেন। তারপরই অনেক কিছু পাল্টে গিয়েছে মহাতারকার। ইউরোপিয়ান ফুটবল ছেড় পা রেখেছেন আমেরিকায়। ইন্টার মায়ামির ম্যাচ থাকলে মেসিকে দেখার জন্য হামলে পড়ছেন সব মহলের তারকারা। সেই মেসির বিশ্বকাপ জেতা জার্সি এ বার নিলামে উঠল। কাতার বিশ্বকাপে ৬টা জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টেনিয়ান। সব ক”টাই নিলামে তোলা হয়। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতা, নক আউট থেকে গ্রুপ পর্যায়ের ম্যাচে ওই ৬টা জার্সি পরেই নিয়মিত কাতার বিশ্বকাপ খেলেছিলেন। সেই জার্সি সংগ্রহে রাখার জন্য যে ধনকুবেররা ঝাঁপিয়ে পড়বেন, জানাই ছিল। হলও তাই। কত দাম উঠল ওই ৬টা জার্সির?
নিলামকারী সংস্থা সাউথবে-র তরফে আশা করা হয়েছিল, মোট ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে কাতার বিশ্বকাপের সময় মেসির পরা ৬টা জার্সি। ততটা না হলেও যা দাম উঠল, কম বলা যাবে না। সব মিলিয়ে ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হল মেসির ওই ছ’টা জার্সি। টাকার হিসেবে বললে ৬৫ কোটি টাকার সামান্য কম। সাউথবে-র তরফে যে দাম রাখা হয়েছিল, তার থেকে বেশি দামেই বিক্রি হয়েছে। এই বছরে যত খেলাধুলোর স্মৃতিবিজড়িত সরঞ্জাম বিক্রি হয়েছে, তার মধ্যে মেসির এই ছ’টা জার্সি অনেক এগিয়ে।
সাউথবে-র শীর্ষ কর্তা ব্রাহাম ওয়াচার বলেছেন, ‘২০২২ সালের বিশ্বকাপ খেলার ইতিহাসে অন্যতম সেরা ইভেন্ট হিসেবে বিবেচিত হয়েছে। মেসির জন্য বিশেষ করে। ও যে সর্বকালের সেরা ফুটবলারদের একজন, তাতে কারও সন্দেহ নেই। শুধু ফুটবলে ওর প্রভাব আর সীমাবদ্ধ নেই। সেই বিশ্বকাপে ওর ব্যবহার করা জার্সি পেতে মানুষজন যে ঝাঁপিয়ে পড়বে, সেটা জানাই ছিল। ওর ভক্তরা মেসির সঙ্গে ওই জার্সির মাধ্যমেই জুড়ে থাকতে চেয়েছিল। মেসির মতো প্লেয়ারের জার্সি নিলাম করতে পেরে আমরাও ধন্য।’





