
সারা দেশের কর্মরত পেশাদারদের জন্য টিভি নাইন গ্রুপ আয়োজিত হচ্ছে নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়ে গেল। এই টুর্নামেন্ট সারা ফেলেছে কর্পোরেট কোম্পানির কর্মীদের মধ্যে। ৯ মে থেকে ১১ মে— তিনদিনের এই টুর্নামেন্টে মাইক্রোসফট, ইনফোসিস, অ্যাকসেনচার, ডক্টর রেড্ডি’স, উইপ্রো, অ্যামাজন, জেনপ্যাক্ট, ডেলয়েট, ক্যাপজেমিনির মতো বড় বড় কোম্পানির খেলোয়াড়রা এই টুর্নামেন্টে খেলেছেন। হায়দরাবাদের পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে আয়োজিত এই টুর্নামেন্টে অভূতপূর্ব সাড়া মিলেছে। মাইক্রোসফট, ইনফোসিস সহ বিভিন্ন কোম্পানির অংশগ্রহণকারী কর্মীরা এই টুর্নামেন্টের প্রশংসা করেছেন। এই খেলোয়াড়দের অনেকেই নকআউট রাউন্ডে খেলেছেন। তাঁদের সঙ্গে কথা বলেছেন নিউজ নাইনের স্পোর্টস এডিটর মেহা ভরদ্বাজ।
মাইক্রোসফট-ইনফোসিস খেলোয়াড়রা আপ্লুত
নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলার পর বিভিন্ন কোম্পানির খেলোয়াড়রা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। ইনফোসিসের বিশেষজ্ঞ প্রোগ্রামার অনুরাগ ভাট বলেন যে, পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে খেলে আপ্লুত। সাইনা নেহওয়াল, কাশ্যপ, পিভি সিন্ধুর মতো চ্যাম্পিয়নদের জন্ম হয়েছে ওই অ্যাকাডেমি থেকে। সেই কোর্টে নামার অনুভূতিই আলাদা। তাঁর কথায়, এই টুর্নামেন্টে অংশ নিয়ে তিনি মাইক্রোসফটের মতো অন্যান্য বড় বহুজাতিক কোম্পানির কর্মীদের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তাঁর।
গোপীচাঁদ অ্যাকাডেমির কোর্ট এবং নানা সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেছেন মাইক্রোসফট খেলোয়াড় প্রণব জৈন। তিনি বলেন, এই টুর্নামেন্টটি খুব বড় পরিসরে আয়োজন করা হয়েছে। তিনি আগেও কর্পোরেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে। কিন্তু এমন দুরন্ত অভিজ্ঞতা এই প্রথম। তিনি প্রতি বছর এমন টুর্নামেন্ট আয়োজন করা হবে, এমন প্রত্যাশাও প্রকাশ করছেন। প্রণব টুর্নামেন্টে অংশগ্রহণকারী খেলোয়াড় এবং আম্পায়ারদের প্রশংসা করেছেন। তাঁর মতে, সব কিছু খুবই পেশাদারিত্বের সঙ্গে সামলানো হয়েছে।
টুর্নামেন্টে প্রচুর প্রতিভা
ফিন মার্কেটের সহ-প্রতিষ্ঠাতা শ্রীকান্ত গোটেটিও নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের প্রশংসা করেছেন। তিনি ভেনু থেকে শুরু করে সুযোগসুবিধা, সব কিছুর কথা আলাদা করে উল্লেখ করছেন। তাঁর মতে, ৩ দিনের এই টুর্নামেন্টে অনেক প্রতিভার দেখা মিলেছে। এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মান বড় কোম্পানিগুলোর অংশগ্রহণের মধ্যে দিয়েই বুঝতে পেরেছেন সকলে। কোল্লাম কোম্পানির ভূমিকা শ্রীনিবাস জানান যে তিনি ১৮ বছর বয়সে ব্যাডমিন্টন খেলা শুরু করেছিলেন। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই এই খেলার প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। তিনি রাজ্য এবং জাতীয় পর্যায়ে পেশাদারভাবে এই খেলাটি খেলেন কিন্তু কোভিডের পর থেকে তাঁর জীবনযাত্রা বদলে যায়। ভূমিকা ১০০টিরও বেশি টুর্নামেন্ট খেলেছেন। এই টুর্নামেন্ট অন্যতম সেরা বলে মনে হয়েছে ভূমিকার।