এ বার কার্টুন চরিত্রে নাওমি ওসাকা

sushovan mukherjee |

Nov 30, 2020 | 1:55 PM

জাপানে মাঙ্গা কমিক খুব জনপ্রিয়। সব বাচ্চাই এই রকমের কমিক চরিত্রের সঙ্গে খুব পরিচিত। এমনকি ওসাকাও (Naomi Osaka) বড় হয়েছেন ওই মাঙ্গা কমিকস পড়েই।

এ বার কার্টুন চরিত্রে নাওমি ওসাকা
এ বার কার্টুন চরিত্রে নাওমি ওসাকা। ছবি সৌজন্যে - টুইটার (নাওমি ওসাকা)

Follow Us

TV9 বাংলা ডিজিটাল – ‘তেঙ্কা-ই চি’ মানে কী? জাপানি ভাষার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, বিশ্বের এক নম্বর। এ বার থেকে নাওমি ওসাকার নতুন নাম এটাই। একটি নামী জাপানি ম্যাগাজিন ‘নাকায়োশি’তে ছাপা হতে চলেছে নতুন কমিক সিরিজ। যার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বিশ্বের এক নম্বর টেনিস তারকা ওসাকাকে (Naomi Osaka)। যত দূর জানা যাচ্ছে, জাপানি তারকা ওসাকার উত্থান নিয়েই হতে চলেছে এই সিরিজ।

 

 

জাপানে মাঙ্গা কমিক খুব জনপ্রিয়। সব বাচ্চাই এই রকমের কমিক চরিত্রের সঙ্গে খুব পরিচিত। এমনকি ওসাকাও বড় হয়েছেন ওই মাঙ্গা কমিকস পড়েই।

ওসাকা বলেওছেন, ‘মাঙ্গা কমিকস পড়েই হয়েছি। ওই সব কমিসের সঙ্গে মনের যোগাযোগও তৈরি হয়ে গিয়েছিল আমাদের। শুধু আমি নই, আমার দিদিরও। যে কারণে এটা জানার পর থেকে আমরা ভীষণই উচ্ছ্বসিত। মুখিয়ে আছি, কমিকসটা কেমন হয়, পড়ার জন্য।’

আরও পড়ুন – প্রশ্নের মুখে মারাদোনার চিকিৎসক, তদন্ত চলছে

 

ওসাকার তেঙ্কা-ই চি চরিত্রটি সাজানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা নিয়েছেন তাঁর দিদি মারি। তিনটে গ্র্যান্ড স্লাম জয়ী জাপানি তারকাকে তৈরি কার্টুনের ফার্স্ট লুক নিজের টুইটারেই দিয়ে দিয়েছেন। যা নিয়ে বেশ হইচইও পড়ে গিয়েছে।