
TV9 বাংলা ডিজিটাল: ভারতের সব থেকে দ্রুততম সাইক্লিস্টের রেকর্ড গড়লেন নাসিকের (Nsik) ওম মহাজন (Om Mahajan)। কাশ্মীর থেকে কন্যাকুমারী (Kashmir to Kanyakumari), ৩৬০০ কিলোমিটার রাস্তা তিনি পার করলেন ৮ দিন, ৭ ঘন্টা ৩৮ মিনিটে। এখনও ১৮ বছর বয়স হয়নি ওমের। তার আগেই এই নজির গড়লেন নাসিকের এই সাইক্লিস্ট। গত শনিবার দুপুরে শ্রীনগর থেকে সাইকেল চালিয়ে দেশের শেষ প্রান্তে পৌঁছে গেলেন তিনি। গোটা সফরে কাশ্মীরের ঠাণ্ডায় সাইকেল চালানোটাই সব থেকে কঠিন ছিল, জানিয়েছেন দেশের নতুন ওয়ান্ডার বয়।
বাবা- কাকাদের দেখে সাইক্লিংয়ে আগ্রহ। ওমের কাকা মহেন্দ্র মহাজনের নাম উঠেছে গিনিজ বুকে। দেশের সব থেকে দ্রুত তম সাইক্লিস্ট হিসেবে তিনিও কাশ্মীর থেকে কন্যাকুমারী যাত্রা করেছিলেন। তাঁর সেই রেকর্ড ভেঙে দেন ভারতীয় সেনার সদস্য, লেফ্টেনেন্ট কর্নেল ভারত পান্নু। তিনি ৮ দিন, ৭ ঘন্টায় এই কৃতিত্ব অর্জন করেছিলেন। যদিও পান্নুর নাম গিনিজ বুকে (Guinness Book) এখনও ওঠেনি। তার আগেই আবার নতুন রেক্রড গড়ে ফেললে ওম মহাজন।
আরও পড়ুন: অপ্রতিরোধ্য লিভারপুল,অ্যানফিল্ডে ৬৪ ম্যাচে অপরাজিত ক্লপের দল
লকডাউনের জন্য কাসান যাওয়া পিছিয়ে যায় ওম মহাজনের। সেখানেই স্পোর্টস ম্যানেজমেন্টের কোর্স করার কথা ছিল ওমের। কিন্তু সেটা হয়নি। তার বদলে নতুন রেকর্ড গড়লেন নাসিকের ছেলে। ওমের সঙ্গে গোটা সফরের অংশ নিয়েছিলেন তারা বাবা-কাকা ও কবির রাইচুরের মত সাইক্লিস্ট। তারা গাড়িতে ওমের সঙ্গে গোটা সাপোর্ট টিম হিসেবে ছিলেন। এই নতুন রেকর্ডকে শুধু নিজের মনে করেন না ওম। তাঁর মতে এটা টিম গেমের জয়।