
নয়াদিল্লি: বল হাতে তিনি প্রকৃত অর্থেই যেন অর্জুন। নিখুঁত নিশানায় উইকেট ছিটকে দিতে পারেন। দেশের অন্যতম সফল ক্রিকেটার। বিশ্ব ক্রিকেটে ব্যাটারদের কাছে ত্রাস ভারতীয় দলের পেসার মহম্মদ সামি। ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপেও ব্যাপক সাফল্য পেয়েছেন। চোটের জন্য দক্ষিণ আফ্রিকা সফরে খেলতে পারেননি বাংলার এই পেসার। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে তাঁর রিহ্যাব চলছে। এরই মাঝে হাজির ছিলেন রাষ্ট্রপতি ভবনে। এ বার অর্জুন সম্মানও পেলেন। এমনটা আগেই ঘোষণা হয়েছিল। রাষ্ট্রপতি ভবনে আজ পুরস্কার নিলেন। স্বাভাবিক ভাবেই সামিকে আরও ভালো খেলার তাগিদ জোগাবে এই সম্মান। আর কারা জাতীয় ক্রীড়া সম্মান পেলেন, বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে অর্জুন পুরস্কারে সম্মানিত মহম্মদ সামি। সাধারাণত জাতীয় ক্রীড়া সম্মান দেওয়া হয় ২৯ অগষ্ট। তবে এ বার হানঝাউ এশিয়ান গেমসের জন্য এই সম্মান পিছিয়ে দেওয়া হয়। এ দিনের সেরা মুহূর্ত ছিল সামির পুরস্কার নেওয়াই। মেজর ধ্যান চাঁদ খেলরত্ন পুরস্কার পেলেন ভারতীয় ব্যাডমিন্টনের তারকা জুটি চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি।
#WATCH | Delhi: Mohammed Shami received the Arjuna Award from President Droupadi Murmu at the National Sports Awards. pic.twitter.com/znIqdjf0qS
— ANI (@ANI) January 9, 2024
তৃতীয় ভারতীয় মহিলা দাবাড়ু হিসেবে গ্র্যান্ডমাস্টার হয়েছেন বৈশালি। তাঁকেও সম্মান জানানো হয়। প্যারা-আর্চার শীতল দেবীও পুরস্কার নেন রাষ্ট্রপতির হাত থেকে। আর্থিক পুরস্কারও দেওয়া হয়। খেলরত্নর জন্য ২৫ লক্ষ টাকা, অর্জুন ও দ্রোণাচার্য পুরস্কারের জন্য ১৫ লক্ষ টাকা। সব মিলিয়ে ২৬জন ক্রীড়াবিদ ও কোচকে সম্মানিত করা হয়। সামির পাশাপাশি অর্জুন সম্মান পেয়েছেন বাংলার টেবল টেনিস তারকা ঐহিকা মুখোপাধ্যায়।