
ফুটবলে সাফল্য মিলেছে। টিভি নাইন আয়োজন কর্পোরেট ফুটবল টুর্নামেন্ট। সাফল্য মিলেছে তাতে। শুধু তাই নয়, টিভি নাইনের অন্যতম উদ্যোগ ইন্ডিয়ান টাইগার অ্যান্ড টাইগ্রেস প্রকল্প ভারতীয় ফুটবলে নতুন জোয়ার এনেছে। এ বার কর্পোরেট ব্যাডমিন্টন। নিউজ নাইনের তরফে আয়োজন করা হচ্ছে কর্পোরেট ব্যাডমিন্টন চ্য়াম্পিয়নশিপ। ব্যাডমিন্টন উৎসবও বলা যায়। পদ্মশ্রী পুল্লেলা গোপীচাঁদের ব্যাডমিন্টন অ্যাকাডেমিতে এই কর্পোরেট চ্যাম্পিয়নশিপ হবে। আরও বিস্তারে জেনে নেওয়া যাক এই প্রতিযোগিতা সম্পর্কে।
নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ৯ থেকে ১১ মে। তিন দিনের এই টুর্নামেন্টের জন্য কর্পোরেট দুনিয়ায় আলোড়ন পড়ে গিয়েছে। তার অন্যতম কারণ, এই টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে পুল্লেলা গোপীচাঁদের অ্যাকাডেমির বিশ্বমানের পরিকাঠামোয়। যেখান থেকে ভারতীয় ব্য়াডমিন্টন অনেক সুপারস্টারদের পেয়েছে। সাইনা নেহাল, পিভি সিন্ধু, সাই প্রণীত, পারুপল্লী কাশ্যপ, কিদম্বি শ্রীকান্ত এমনই কয়েকটা উদাহরণ। এখানে খেলার সুযোগ রোমাঞ্চকর একটা বিষয়।
এই টুর্নামেন্টে অংশগ্রহণের কেন গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে?
প্রত্যেকেই কার্যত কাজের মধ্যে ডুবে থাকেন। পরিবারকে সময় দেওয়াও রয়েছে। অনেকেই নিজের ফিটনেস ঠিক রাখার ইচ্ছে থাকলেও হয়তো সময় করে উঠতে পারেন না। এটা হয়তো স্থায়ী সমাধান নয়। তবে এই টুর্নামেন্টের সৌজন্য়ে এমন অনেক কিছুই হতে পারে। কর্পোরেট দুনিয়ায় নতুন ব্যক্তিত্বদের সঙ্গে পরিচয়, লিডারশিপ দক্ষতা বাড়ানো, খেলার মাধ্যমে বোঝাপড়া, প্রতিদ্বন্দ্বিতা সবরকম মানসিকতাই তৈরি হতে পারে। যা নিজের কাজের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কাজ এবং দৈনন্দিন জীবনে যে একটা ভারসাম্য তৈরি করা যেতে পারে, খেলার চেয়ে এর বড় মাধ্যম হতে পারে না।
দেশের বেশ কিছু বড় সংস্থা যেমন ডক্টর রেড্ডিজ, ইনফোসিস, E&Y, টাইমস অব ইন্ডিয়া, ব্রডরিজ, ক্যাপজেমিনি, জেনপ্যাক্ট, ফিনমার্কেট, SPA সফ্টওয়্যার, অ্যাক্সেন্টার, শ্রডিঞ্জার, মেডিকভার হাসপাতাল, ন্যাশনাল অ্যাকাডেমি অব কনস্ট্রাকশন, গার্ডিয়ান সিকিউরিটি, রাই রেডিয়াস, আর্কেসিয়াম, ওয়েলস ফার্গো, দিল্লি পাবলিক স্কুল, পল্লবী ইন্টারন্য়াশনাল স্কুল, ওলগা টেকনোলজিস, এডিপি, গ্রোথ স্টোরিস, ডক্টর কেয়ারের মতো অনেক সংস্থাই ইতিমধ্যে এই ঐতিহাসিক কর্পোরেট টুর্নামেন্টের সঙ্গে যুক্ত হয়েছে।