
নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যম্পিয়নশিপ শেষ হল। হায়দরাবাদে পুলেল্লা গোপীচাঁদের অ্যাকাডেমিতে ৯-১১ মে আয়োজিত টুর্নামেন্টে দেশের সমস্ত প্রথম সারির কর্পোরেট কোম্পানির কর্মীরা দুরন্ত পারফর্ম করেছেন। যা রীতিমতো হইচই ফেলে দেওয়ার। অনেকেই নিউজ নাইনের এই টুর্নামেন্ট দেখে হতবাক হয়ে গিয়েছে। মাইক্রোসফট, ইনফোসিস, অ্যাক্সেঞ্চার, ডাঃ রেড্ডি, উইপ্রো, অ্যামাজন, জেনপ্যাক্ট, ডেলয়েট, ক্যাপজেমিনির মতো বড় কোম্পানিগুলোর শাটলাররা অংশগ্রহণ করেছিলেন। ৩ দিনের মেগা ইভেন্টে তীব্র লড়াইয়ের পর সেরাদের সন্ধান মিলল। নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যম্পিয়নশিপে মাইক্রোসফট, ইনফোসিস আধিপত্য দেখিয়েছে। ইনফোসিসের কর্মীরা ৪টির মধ্যে ২টি ইভেন্টে জিতেছেন। যেখানে মাইক্রোসফট এবং সাইকেল আগরবাতির শাটলাররা জিতেছেন একটি করে ইভেন্ট।
শীর্ষে ইনফোসিস, দুরন্ত মাইক্রোসফটও
নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ৪টি ইভেন্টের আয়োজন করা হয়েছিল। প্রথমে পুরুষদের দলগত ইভেন্টে ইনফোসিস এবং মাইক্রোসফটের খেলোয়াড়রা ফাইনালে উঠেছিলেন। ১১ মে রবিবার, খেতাবি ম্যাচে ইনফোসিস চ্যাম্পিয়ন হয়। এই ইভেন্টে মাইক্রোসফট রানার্স। তৃতীয় হয়েছে ফিনমার্কেট। মিক্সড ডাবলসেও ইনফোসিস দুরন্ত পারফর্ম করেছে। তারাই ট্রফি জিতে নেয়। মাইক্রোসফট দ্বিতীয়, ফিন মার্কেট তৃতীয়। মাইক্রোসফটের লোহিত দুর্দান্ত পারফর্ম করেছেন টুর্নামেন্টে। পুরুষদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন তিনি। ফাইনালে ইনফোসিসের অনুরাগকে হারিয়ে ট্রফি জিতেছেন লোহিত। এই ইভেন্টে ইনফোসিসেরই ভরত তৃতীয় স্থান অধিকার করেছেন।
মহিলাদের সিঙ্গলসে সাইকেল আগরবাতির সাফল্য
মহিলাদের সিঙ্গলসও রাখা হয়েছিল নিউজ নাইন কর্পোরেট ব্যাডমিন্টন চ্যম্পিয়নশিপে। মেয়েদের ইভেন্টে খেতাব জেতেন সাইকেল আগরবাতি কোম্পানির প্রতিনিধি এমএস চিন্ময়ী। কোয়ালকমের শাটলার ভূমিকাকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছেন চিন্ময়ী। এই ইভেন্টে তৃতীয় হয়েছেন ডিপিএস নাচারামের প্রমোদা।