অবশেষে খুলল মুক্তির দরজা, প্যারোলে ছাড়া পেলেন বান্ধবীকে খুন করা ব্লেড রানার

Oscar Pistorius: বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন অস্কার। কার্বন-ফাইবার প্রসথেটিক লেগ নিয়ে ট্র্যাকে নামতেন। প্রায় সর্বত্রই তিনি সাফল্য পেয়েছিলেন। ব্লেড রানার হিসেবে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা তো বটেই, অস্কারকে প্রেরণা হিসেবে ধরা হত। ২০১৩ সালের ভ্যালেন্টাইন্স ডে-র রাতে তাঁর প্রিটোরিয়ার বাড়ি থেকে পর পর চারটে গুলির আওয়াজ ভেসে আসে।

অবশেষে খুলল মুক্তির দরজা, প্যারোলে ছাড়া পেলেন বান্ধবীকে খুন করা ব্লেড রানার
অবশেষে খুলল মুক্তির দরজা, প্যারোলে ছাড়া পেলেন বান্ধবীকে খুন করা ব্লেড রানারImage Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 05, 2024 | 7:04 PM

কেপটাউন: তারকা হয়ে উঠেছিলেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকে। ব্লেড রানার হিসেবে নেমেছিলেন মূল অলিম্পিকে। সেখানে না হলেও প্যারালিম্পিকে এসেছিল পদক। সেই সাফল্য, জনপ্রিয়তার মেয়াদ এক বছরও ছিল না। ২০১৩ সালের সারা দুনিয়া চোখে ভিলেন হয়ে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার। ওই বছর প্রেমের দিন অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি বান্ধবী রিভা স্টিনকাম্পকে গুলি করে খুন করেছিলেন। ভয়াবহ কাণ্ড হিসেবে দেখা হয় সেটা। ১১ বছর পর সেই অস্কার পিস্টোরিয়াস (Oscar Pistorius) জেল থেকে ছাড়া পেলেন প্যারোলে। প্রিটোরিয়ার জেল অ্যাটেরিজভিল থেকে সকাল সাড়ে ৮টা নাগাদ ছাড়া হয় অলিম্পিয়ান রানারকে।

বিশ্ব ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যথেষ্ট পরিচিত মুখ ছিলেন অস্কার। কার্বন-ফাইবার প্রসথেটিক লেগ নিয়ে ট্র্যাকে নামতেন। প্রায় সর্বত্রই তিনি সাফল্য পেয়েছিলেন। ব্লেড রানার হিসেবে বিখ্যাত হয়ে গিয়েছিলেন। দক্ষিণ আফ্রিকা তো বটেই, অস্কারকে প্রেরণা হিসেবে ধরা হত। ২০১৩ সালের ভ্যালেন্টাইন্স ডে-র রাতে তাঁর প্রিটোরিয়ার বাড়ি থেকে পর পর চারটে গুলির আওয়াজ ভেসে আসে। প্রথমে অস্কার নিজেকে বাঁচানোর জন্য মিথ্যে বলেন। প্রাথমিক জেরার মুখে জানিয়েছিলেন, তাঁর বাড়িতে হামলা করেছিল কিছু দুষ্কৃতি। তাদের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে গুলি চালান। তাতেই বান্ধবী রিভা মারা গিয়েছেন। কিন্তু তদন্তে নেমে পুলিশ পুরো ব্যাপারটা মেলাতেই পারছিল না। অবশেষে ধরা পড়ে আসল অপরাধী। রিভার বাবা মারা গিয়েছেন গত সেপ্টেম্বরে। অস্কারের প্যারোলে ছাড়া পাওয়ার আবেদনের বিরুদ্ধে যাননি রিভার মা।

ব্লেড রানারকে প্রাথমিক ভাবে পাঁচ বছরের জন্য জেলে পাঠানো হয়। পরে হাইকোর্টের রায় বদলে দেন সুপ্রিম কোর্টের বিচারপতি। সব মিলিয়ে ১৩ বছর ৫ মাসের জেল হয় তাঁর। ২০২৩ সালেও প্যারোলের আবেদন করেছিলেন অস্কার। কিন্তু তা খারিজ হয়ে যায়। পুরো মেয়াদের অর্ধেক পূরণ করার পর প্যারোলে ছাড়া পেলেন অস্কার পিস্টোরিয়াস।