Ravi Shastri: শুধু ক্রিকেট নয় কবাডিও খেলেছেন, শৈশবে ফিরে গেলেন শাস্ত্রী

Pro Kabadi League: পাড়ায়-পাড়ায় কবাডি খেলার চল নতুন নয়। শহরে এই চিত্র আজকাল খুব একটা ধরা না পড়লে,গ্রামে-গঞ্জে এখনও বিকেলের দিকে মাঠে দলবেঁধে কবাডি খেলতে দেখা যায় ছেলেমেয়েদের। রবি শাস্ত্রীর ছেলেবেলাটাও কেটেছে এভাবেই। কলোনিতে বড় হয়ে ওঠা। সেখানে সন্ধ্যে হলেই কবাডি খেলতেন তিনি। প্রো কবাডি লিগের অনুষ্ঠানে এসে শৈশবে ফিরে গেলেন ভারতীয় কিংবদন্তি।

Ravi Shastri: শুধু ক্রিকেট নয় কবাডিও খেলেছেন, শৈশবে ফিরে গেলেন শাস্ত্রী
রবি শাস্ত্রী
Follow Us:
| Edited By: | Updated on: Nov 26, 2023 | 7:00 AM

নয়াদিল্লি: কয়েকদিনের অপেক্ষা মাত্র। তারপরই শুরু হবে প্রো কবাডি লিগের দশম সংস্করণ (Pro Kabaddi League Season 10 )। বেশ ভালোই জনপ্রিয় এই টুর্নামেন্ট। গোটা দেশ চেয়ে তার দিকেই। এই আবহে এ বার নিজের শৈশবে কবাডি খেলার সময়ে ফিরে গেলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। ক্রিকেটের পাশাপাশি এক সময় চুটিয়ে কবাডিও খেলেছেন, সম্প্রচারকারী চ্যানেলকে তা জানালেন। এই প্রসঙ্গে আর কী বলছেন শাস্ত্রী (Ravi Shastri)? বিস্তারিত TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

পাড়ায়-পাড়ায় কবাডি খেলার চল নতুন নয়। শহরে এই চিত্র আজকাল খুব একটা ধরা না পড়লে,গ্রামে-গঞ্জে এখনও বিকেলের দিকে মাঠে দলবেঁধে কবাডি খেলতে দেখা যায় ছেলেমেয়েদের। রবি শাস্ত্রীর ছেলেবেলাটাও কেটেছে এভাবেই। কলোনিতে বড় হয়ে ওঠা। সেখানে সন্ধ্যে হলেই কবাডি খেলতেন তিনি। প্রো কবাডি লিগের অনুষ্ঠানে এসে শৈশবে ফিরে গেলেন ভারতীয় কিংবদন্তি। সম্প্রচারকারী চ্যানেলের এক শোয়ে এসে  বললেন, “ছোটবেলায় প্রচুর কবাডি খেলেছি। বড় আনন্দে কাটতো সে সব দিন। সন্ধ্যে হলেই কলোনির সব বাচ্চারা মিলে কবাডি খেলতে নেমে পড়তাম আমরা।” এখানেই শেষ নয়, এই বিষয়ে শাস্ত্রীর সংযোজন, “বহু লোক দেখতে আসতো আমাদের এই খেলা। কমপক্ষে ৫০ জন লোক দাঁড়িয়ে খেলা উপভোগ করত।”

সব শেষে কবাডির ফিটনেস নিয়েও বক্তব্য রাখেন শাস্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, “কবাডি খেলতে গেলে ফিট থাকাটা ভীষণভাবে প্রয়োজন। হালকা শরীর ও ভিতর থেকে শক্তিশালী হতেই হবে। দেশ-বিদেশে দারুণ জনবপ্রিয় এই খেলা। আমি পোল্য়ান্ড, নিউজিল্যান্ডে গিয়ে দেখেছি কবাডি নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা।”