Asian Games, IND vs PAK: গোলের সুনামি হকি ম্যাচে, পাকিস্তানকে টিম এই প্রথম ১০ গোল দিল ভারত!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 30, 2023 | 8:37 PM

India vs Pakistan, Hockey Match Report: বিরতির ঠিক আগেই ৪-০ করেন ললিত উপাধ্যায়। বিরতির ওপারেও গোল পেয়েছেন তিনি। এই ম্যাচে জোড়া গোল করে ফেললেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি থেকে ৫-০ ভারতের। যা আবার ক্যাপ্টেন হরমনপ্রীত সিংয়ের হ্যাটট্রিক গোল। সমশের, বরুণরাও গোল পেয়েছেন। পাকিস্তান খেলার গতি পাল্টে দুটো গোল করেছিল ঠিকই, ভারতীয় টিমকে থামানোর জন্য যথেষ্ট ছিল না।

Asian Games, IND vs PAK: গোলের সুনামি হকি ম্যাচে, পাকিস্তানকে টিম এই প্রথম ১০ গোল দিল ভারত!
Image Credit source: PTI

Follow Us

হানঝাউ: আরও একটা এশিয়ান গেমস…। হকিতে ভারত-পাকিস্তান। ভারতীয় হকি প্রেমীদের কাছে একটা হতাশার অধ্যায় রয়েছে। সালটা ১৯৮২। সে বার দিল্লিতে এশিয়ান গেমস হয়েছিল। ঘরের মাঠে হতাশায় মাঠ ছেড়েছিল ভারত। পাকিস্তানের কাছে ১-৭ গোলে হার! গোলে ছিলেন মীর রঞ্জন নেগি। তাঁর যন্ত্রণা কি অনেকটা কমল? মধুর প্রতিশোধে হয়তো ভারতীয় হকির অনেক কিংবদন্তিই শান্তি পেলেন। এশিয়ান গেমসে (Asian Games 2023, Hockey) বিকেল নেমেছিল পাকিস্তানকে হারিয়ে সোনা জয়ের মধ্যে দিয়ে। স্কোয়াশে সৌরভ ঘোষাল-অভয় সিংরা যে কাজটা শুরু করেছিলেন, সেটাই হকিতে শেষ করলেন হকিতে। হরমনপ্রীত সিংরা পাকিস্তানকে হারাল ১০-২ গোলে। এশিয়ান গেমসের হকিতে পাকিস্তান অন্যতম সফল টিম। ৮বারের চ্যাম্পিয়নদের কার্যত উড়িয়ে দিলেন ললিত উপাধ্যায়, অভিষেকরা। প্রথমার্ধে পাকিস্তানের (India vs Pakistan) প্লেয়াররা কার্যত কিছুই করতে পারছিলেন না। শেষ দুটো কোয়ার্টারেও প্রাধান্য থাকল ভারতের। পর পর চারটে ম্যাচ জিতলেন হরমনপ্রীতরা। গ্রুপ শীর্ষে থেকেই সেমিফাইনালে যাবে ভারত। বাকি রইল বাংলাদেশ ম্যাচ। বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

উজবেকিস্তান, সিঙ্গাপুরের বিরুদ্ধে গোলের বন্যা দিয়ে এ বারের এশিয়ান গেমস শুরু করেছে ভারতীয় হকি টিম। পর পর দু’ম্যাচে ১৬ গোল দিয়েছিলেন ললিত-অভিষেকরা। তৃতীয় ম্যাচে গত বারের চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধেও প্রাধান্য রেখেই জিতেছে ভারতীয় টিম। পাকিস্তান ম্যাচেও সেই ধারা বজায় রাখলেন হরমনপ্রীত, বরুণরা। ক্রেগ ফুলটন কোচ হয়ে আসার পর থেকে ছোট ছোট কিছু বদল এনেছেন। আগ্রাসন বেড়েছে, বল নিয়ন্ত্রণ, বল দখলে রাখা, বল না থাকলে পুরো টিমের ডিফেন্সে নামা, কাউন্টার অ্যাটাকে হরমনপ্রীতের উঠে যাওয়া, মাঝমাঠ থেকে খেলা তৈরি করা, দুটো প্রান্ত ব্যবহার করা। ভারতীয় হকি টিম বদলে গিয়েছেন যেন। পাকিস্তান যে তা ভালো করে বুঝল, সন্দেহ নেই। গ্রুপের চারটে ম্যাচে মোট ৪৬ গোল দিল ভারত।

প্রথমার্ধেই ৪-০ করে ফেলে ভারত। ৮ মিনিটে বাঁ প্রান্ত থেকে অভিষেকের চকিৎ মাইনাস ধরে মনদীপ গোলের খাতা খোলেন। এশিয়ান গেমসে অষ্টম গোল করে ফেললেন তিনি। ১-০ পর আর থামানো যায়নি ভারতীয় টিমকে। আত্মবিশ্বাস যেন এক ঝটকায় বেড়ে গিয়েছিল অনেকখানি। ১১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন হরমনপ্রীত। কয়েক মিনিট পরেই পেনাল্টি কর্নার থেকে গোল হরমনপ্রীতের। ভারতীয় টিম পেনাল্টি কর্নার চমৎকার কাজে লাগাচ্ছে। যে কারণে ফিল্ড গোলের পাশাপাশি পেনাল্টি কর্নার থেকেও গোল আসছে।

বিরতির ঠিক আগেই ৪-০ করেন ললিত উপাধ্যায়। বিরতির ওপারেও গোল পেয়েছেন তিনি। এই ম্যাচে জোড়া গোল করে ফেললেন। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি থেকে ৫-০ ভারতের। যা আবার ক্যাপ্টেন হরমনপ্রীত সিংয়ের হ্যাটট্রিক গোল। সমশের, বরুণরাও গোল পেয়েছেন। পাকিস্তান খেলার গতি পাল্টে দুটো গোল করেছিল ঠিকই, ভারতীয় টিমকে থামানোর জন্য যথেষ্ট ছিল না।

Next Article