Asian Games 2023: টানা চারটে এশিয়ান গেমসে পদক, সৌরভে মম করছে স্কোয়াশের পৃথিবী

Saurav Ghoshal, squash: দু'দিন আগে টিম ইভেন্টে পাকিস্তানের স্কোয়াশ-দাপট ভেঙে সোনা জিতেছে ভারত। ০-১ পিছিয়ে থাকা অবস্থায় নিজের সিঙ্গলস জিতে ১-১ করেছিলেন ওই ম্যাচে। সিঙ্গলসে সেই জয়যাত্রা ধরে রেখেছেন ৩৭ বছরের ছেলে। স্কোয়াশ অসম্ভব ফিটনেস দাবি করে, তারুণ্যের চাহিদা রাখে। চল্লিশের দোড়গোড়ায় দাঁড়িয়ে সৌরভকে হারানোর মতো তরুণ এশিয়ান গেমসে খুঁজেই পাওয়া যাচ্ছে না। জাপানের রিনোসুকে সুকুয়ের বয়স মেরেকেটে ২১। তাও ৩৭এর সৌরভ ৩-০ জিতে উঠে পড়লেন সেমিফাইনালে।

Asian Games 2023: টানা চারটে এশিয়ান গেমসে পদক, সৌরভে মম করছে স্কোয়াশের পৃথিবী
Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 03, 2023 | 5:11 PM

বয়স স্রেফ সংখ্যা। যে সংখ্যা অভিজ্ঞতা বাড়ায়। দর্শন বদলে দেয়। এনে দেয় স্বমহিমায় থাকার তাগিদ। এ ভাবে কখনও ব্যাখ্যা করেননি মহেন্দ্র সিং ধোনি। ৪১ বছরে আইপিএল জেতাতে দেখে মাহিকে ঘিরে তৈরি হয়েছে উপলব্ধী। বয়স-সংখ্যাকে এক সময় চ্যালেঞ্জ করতেন লিয়েন্ডার পেজ। ডাবলস, মিক্সড ডাবলসে গ্র্যান্ড স্লাম জিততেন। এঁদের বন্ধনীতে রাখতে হবে এক বাঙালিকে। মিন্টো পার্কের ছেলে পেশাদার স্কোয়াশ প্লেয়ার হয়ে ছিলেন ২০ বছর আগে। দুটো দশক পার করেও সেই গতির খেলায় অপ্রতিদ্বন্দ্বী। তারুণ্য দিয়ে তাঁকে হারানো যায়। কিন্তু সহজে নয়। আসলে তাঁর বিরুদ্ধে ম্যাচ জেতা যায় না, অর্জন করতে হয়। সৌরভ ঘোষালের নাম আরও একবার এশিয়ান গেমসের পদক তালিকায়। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

১৭ বছর আগে দোহা এশিয়ান প্রথমবার দেখেছিল তাঁকে। ২০০৬ সালে ব্রোঞ্জ পেয়েছিলেন বাঙালি স্কোয়াশ প্লেয়ার। ধারাবাহিক পদক প্রাপ্তি সেই শুরু। ২০১০ সালে ফের ব্রোঞ্জ এসেছিল সিঙ্গলস থেকে। ২০১৪ সালে ইঞ্চিয়নে রুপোতে থামতে হয়েছিল। জাকার্তাতে ব্রোঞ্জ। সেই সৌরভ ব্রোঞ্জের ঘরে আবার সবুজ টিক দিয়ে রাখলেন হানঝাউ গেমসে। সিঙ্গলস, ডাবলস মিলিয়ে শুধু এশিয়ান গেমস থেকে ৯টা পদক। শুটিং ছাড়া উজ্জ্বল উপস্থিতি আর কোনও অ্যাথলিটের খুঁজেও পাওয়া যাবে না। ৩৭য়েও এত গনগনে, এত আগ্রাসন পান কোথা থেকে? সৌরভ টিম ইভেন্টে সোনা জেতার পর বলেছিলেন, ‘সাফল্যের কথা মাথায় রেখে নামি না। ভালো লাগে খেলতে, তাই খেলি। ফিট আছি যতদিন, চালিয়ে যাব।’ লিয়েন্ডাররাও বলতেন এমন কথা। ধোনিও বলেন।

দু’দিন আগে টিম ইভেন্টে পাকিস্তানের স্কোয়াশ-দাপট ভেঙে সোনা জিতেছে ভারত। ০-১ পিছিয়ে থাকা অবস্থায় নিজের সিঙ্গলস জিতে ১-১ করেছিলেন ওই ম্যাচে। সিঙ্গলসে সেই জয়যাত্রা ধরে রেখেছেন ৩৭ বছরের ছেলে। স্কোয়াশ অসম্ভব ফিটনেস দাবি করে, তারুণ্যের চাহিদা রাখে। চল্লিশের দোড়গোড়ায় দাঁড়িয়ে সৌরভকে হারানোর মতো তরুণ এশিয়ান গেমসে খুঁজেই পাওয়া যাচ্ছে না। জাপানের রিনোসুকে সুকুয়ের বয়স মেরেকেটে ২১। তাও ৩৭এর সৌরভ ৩-০ জিতে উঠে পড়লেন সেমিফাইনালে।

হাঁটুর চোটের কারণে প্রথম গেমের সময় বিরতি নিতে হয়েছিল। টিমের ডাক্তার ট্রিটমেন্ট করার পর আবার নামলেন। অস্বস্তি হচ্ছিল সামান্য। একটু খোঁড়াচ্ছিলেনও। তাতেও চকিতে কোর্ট কভার করেছেন। আর এক কিংবদন্তি স্কোয়াশ প্লেয়ার দীপিকা পাল্লিকালের দিদি দিয়া তাঁর ঘরনী। দীনেশ কার্তিক ভায়রা-ভাই। মাঠের বাইরে সাধাসিধে জীবনে অভ্যস্ত সৌরভে আজও মম করছে স্কোয়াশের পৃথিবী।