Indian Squash: স্কোয়াশে ইতিহাস সৌরভদের, এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম সোনা জিতল ভারত
Asian Championships: কমনওয়েলথ গেমসে ভারতের স্কোয়াশ খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স দেখা গিয়েছিল। পদক জিতেছিলেন সৌরভ ঘোষাল। এবার সৌরভের নেতৃত্বে বিদেশের মাটিতে তেরঙা ওড়াল ভারতের স্কোয়াশ টিম
চেয়ংজু: বাঙালি স্কোয়াশ খেলোয়াড় সৌরভ ঘোষালের (Saurav Ghoshal) নেতৃত্বে দক্ষিণ কোরিয়ায় ইতিহাস গড়ল দেশের পুরুষ স্কোয়াশ টিম। দক্ষিণ কোরিয়ার চেয়ংজুতে অনুষ্ঠিত ২১তম এশিয়ান স্কোয়াশ টিম চ্যাম্পিয়নশিপে সোনা জিতল ভারত। এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপ স্কোয়াশে (Asian Squash Team Championships) এটাই ভারতের প্রথম স্বর্ণপদক জয়। কমনওয়েলথ গেমসে ভারতের স্কোয়াশ খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স দেখা গিয়েছিল। পদক জিতেছিলেন সৌরভ ঘোষাল। এবার সৌরভের নেতৃত্বে বিদেশের মাটিতে তেরঙা ওড়াল ভারতের স্কোয়াশ টিম (Indian Squash)। শুক্রবার ফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল কুয়েত। বিপক্ষকে ২-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারতের পুরুষ স্কোয়াশ টিম। এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের চ্যাম্পিয়ন হওয়ার যাত্রাপথটা জেনে নিন TV9 Bangla-র এই প্রতিবেদনে।
ফাইনাল জিততে নিজেদের উজাড় করে দিলেন সৌরভ ঘোষাল, রমিত ট্যান্ডনরা। ফাইনালের লড়াইয়ে দুই স্কোয়াশ খেলোয়াড়ের পারফরম্যান্স অনবদ্য। টাইয়ের প্রথম সিঙ্গলস ম্যাচ জিতে ভারতকে লিড এনে দেন রমিত ট্যান্ডন। কুয়েতের আলি আরামেজিকে ১১-৫, ১১-৭, ১১-৪ ব্যবধানে উড়িয়ে দেন রমিত। ম্যাচ জিতে ভারতের জয় নিশ্চিত করেন সৌরভ ঘোষাল। সৌরভের প্রতিপক্ষ ছিলেন আম্মার আলতামামি। ১১-৯, ১১-২, ১১-৩ ব্যবধানে জয় নিশ্চিত করেন সৌরভ। টাইয়ের তৃতীয় ম্যাচ অভয় সিং এবং ফলাহ মহম্মদের মধ্যে ম্যাচটি খেলা হয়নি। কারণ সৌরভ ও রমিতের ম্যাচের পার্থক্য গড়ে দেন। প্রথম দুটি ম্যাচ জিতেই ভারতের জয় নিশ্চিত হয়েই গিয়েছিল।
পুল এ-এর সবকটি ম্যাচ জয়ের রেকর্ড গড়ে ফাইনাল জিতল ভারতীয় দল। কাতার, পাকিস্তান, কুয়েত, দক্ষিণ কোরিয়া এবং চিনা তাইপে হারিয়ে দেন সৌরভরা। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া। ম্যাচ ২-১ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট পাকা করে ভারত। ছেলেদের পাশাপাশি পদক নিয়ে ফিরছে মেয়েদের স্কোয়াশ টিমও। পুল বি-কে দুটি ম্যাচ জয় ও একটিতে হেরেছিল ভারত। ইরান, সিঙ্গাপুরের বিরুদ্ধে জয়ের পর হংকংয়ের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারে দেশের মেয়েরা। সেমিফাইনালে মালয়েশিয়ার কাছে ১-২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে দেশের মহিলা স্কোয়াশ টিমকে।