India Women’s Hockey: অলিম্পিক রানার্স আর্জেন্টিনাকে হারাল ভারত
শুট আউটে জয়ের পাশাপাশি নেহা গোয়েলের জন্য দ্বিগুণ উচ্ছ্বাস। আন্তর্জাতিক মঞ্চে ১০০ গোল করলেন নেহা।

রটেরডাম: এফআইএইচ (FIH) হকি প্রো লিগে অনবদ্য জয় ভারতীয় মহিলা দলের (Hockey India)। পেনাল্টি কর্নার থেকে গুরজিত কউরের জোড়া গোল। লালরেমসিয়ানির (Lalremsiani) ফিল্ড গোল। তাতেও সহজ জয় এল না। অলিম্পিক রানার্স আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেন অগাস্তিনা গরজেলানি। পেনাল্টি শুট আউটে স্মরণীয় জয় ভারতীয় দলের। ম্যাচের ৪ মিনিটে লালরেমসিয়ামির ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত। কিন্তু ২২ মিনিটে সমতা ফেরান অগাস্তিনা। ৩৭ ও ৬১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জোড়া গোল গুরজিত কউরের। মেয়েদের হকিতে শক্তিশালী আর্জেন্টিনাকে রোখা সহজ ছিল না। অগাস্তিনার হ্যাটট্রিকে ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। ভারতের হয়ে নেহা গোয়েল (Neha Goyal) এবং সোনিকা পেনাল্টি শুট আউটে গোল করেন। আর্জেন্টিনার হয়ে শুট আউটে একমাত্র গোল ভিক্টোরিয়া গ্রানাত্তোর। ২-১ এ ম্যাচ জেতে ভারত। টোকিও অলিম্পিকের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা হকি দলের। সবিতা পুনিয়ার নেতৃত্বে বিশ্বের দু নম্বর আর্জেন্টিনার বিরুদ্ধে এই জয় অলিম্পিকের ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেবে।
ম্যাচের শুরু থেকে নিয়ন্ত্রণ ছিল ভারতেরই। আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলে ভারত। আর্জেন্টিনা রক্ষণকে শুরুতেই চাপে ফেলে ভারতীয় দল। ৩ মিনিটে পেনাল্টি কর্নার পায় ভারত। মনিকার ফ্লিক সেভ করেন আর্জেন্টিনা গোলরক্ষক বেলেন সুচি। এক মিনিট পরই লালরেমসিয়ানির অনবদ্য ফিল্ড গোলে এগিয়ে যায় ভারত। দীপ গ্রেস এক্কা প্রতিপক্ষ রক্ষণ ভেদ করে দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন। লালরেমসিয়ানি নিজের মার্কারকে কাটিয়ে গোল করেন। আর্জেন্টিনা গোল রক্ষক দর্শকের ভূমিকায়। শুরুতেই ভারতের কাছ থেকে এমন গোলে চমকে যায় আর্জেন্টিনা। তারাও প্রতি আক্রমণে ভারতকে চাপে ফেলার চেষ্টা করে। ভারতীয় রক্ষণ বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিপক্ষের প্রচেষ্টা রুখে দেয়। দ্বিতীয় কোয়ার্টার থেকে ম্যাচে ফেরে আর্জেন্টিনা। তবে শেষ হাসি ভারতেরই। নির্ধারিত সময়ে স্কোরলাইন ৩-৩ হলেও পেনাল্টি শুট আউটে জয় ছিনিয়ে নেয় ভারত। শুট আউটে জয়ের পাশাপাশি নেহা গোয়েলের জন্য দ্বিগুণ উচ্ছ্বাস। আন্তর্জাতিক মঞ্চে ১০০ গোল করলেন নেহা।
ম্যাচ শেষে লালরেমসিয়ানি বলেন, ‘আমরা খুব ভালো পারফর্ম করেছি, দল হিসেবে ভালো খেলেছি।’ অনবদ্য ফিল্ড গোল করা লালরেমসিয়ানি ম্যাচের সেরার পুরস্কার জেতেন। আরও বলছেন, ‘আর্জেন্টিনার মতো শক্তিশালী দলকে হারানো একেবারেই সহজ নয়। নিজদের পারফরম্যান্সে আমি গর্বিত। আমরা দল হিসেবে সঙ্ঘবদ্ধ হয়ে খেলেছি। একে অপরকে সহযোগিতা করেছি। দল হিসেবে সর্বস্ব দিয়ে লড়াই করেছি। আমি খুবই খুশি।’
