বক্সিং, কুস্তিকে অলিম্পিক থেকে বাদ দেওয়ার হুশিয়ারি বাখের

ইতিমধ্যেই পেন্টাথলন ইভেন্ট থেকে ইকুয়েস্ট্রিয়ান জাম্পিং বাদ দিতে বলা হয়েছে। এই ইভেন্ট নিয়ে এমনিতেই অ্যাথলিটদের উষ্মা বাড়ছিল। যা অনুভব করেই এই নির্দেশ দিয়েছে আইওসি।

বক্সিং, কুস্তিকে অলিম্পিক থেকে বাদ দেওয়ার হুশিয়ারি বাখের
বক্সিং, কুস্তিকে অলিম্পিক থেকে বাদ দেওয়ার হুশিয়ারি বাখের (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2021 | 3:06 PM

লুসেন: বিতর্ক, দুর্নীতি আর ডোপিংয়ের নিয়মিত অভিযোগের প্রভাব এ বার হয়তো পড়তে চলেছে বক্সিং, কুস্তি, পেন্টাথলনের মতো খেলাগুলোয়। আর তারই জেরে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলিস অলিম্পিকে (Los Angeles Olympics) হয়তো জায়গা হারাতে পারে এই ইভেন্টগুলো। যদি না আগামী দিনে এই স্পোর্টগুলোকে পাল্টাতে পারেন প্রশাসকরা। এমনই হুশিয়ারি দিচ্ছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) প্রেসিডেন্ট টমাস বাখ (Thomas Bach)।

ইতিমধ্যেই পেন্টাথলন ইভেন্ট থেকে ইকুয়েস্ট্রিয়ান জাম্পিং বাদ দিতে বলা হয়েছে। এই ইভেন্ট নিয়ে এমনিতেই অ্যাথলিটদের উষ্মা বাড়ছিল। যা অনুভব করেই এই নির্দেশ দিয়েছে আইওসি। লস অ্যাঞ্জেলিস গেমসের জন্য নানা ইভেন্টের যে প্রাথমিক তালিকা তৈরি হয়েছে, তার বাইরে রাখা হয়েছে এই তিনটে খেলা। আগামী ফ্রেব্রুয়ারিতে আইওসির সদস্যরা এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ঠিকই টোকিও গেমসে জায়গা পাওয়া তিনটে নতুন খেলা স্কেটবোর্ডিং, সার্ফিং, ক্লাইম্বিংও ২০২৮ সালের অলিম্পিকে থাকার অনুমোদনের জন্য অপেক্ষায়। বেসবল, সফটবলের মতো খেলাও ঢুকতে পারে, আমেরিকার জনপ্রিয় খেলা হিসেবে।

পাশাপাশি ফুটবল নিয়েও থাকছে প্রশ্ন। লস অ্যাঞ্জেলিস অলিম্পিকের প্রাথমিক তালিকাভুক্ত রয়েছে ফুটবল। কিন্তু ওই অলিম্পিকে ফুটবল রাখা যাবে কিনা, কিছুটা হলেও দ্বিধায় আইওসি। ফিফা দু’বছর অন্তত বিশ্বকাপ আয়োজন করার ভাবনায় রয়েছে। বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা কী চাইছে, তা জানতে চেয়ে ইতিমধ্যে চিঠি পাঠিয়েছেন বাখ। ফিফা প্রেসিডেন্টের সঙ্গে এ নিয়ে দ্রুত কথাও বলবেন তিনি।

বেশ কিছু দেশ আছে, যারা বক্সিং ও কুস্তিতে দীর্ঘদিন তাদের শ্রেষ্ঠত্ব দেখিয়ে আসছে। ভারতের সাম্প্রতিক অলিম্পিক ইতিহাস যদি দেখা হয়, তা হলে দেখা যাবে বক্সিং ও কুস্তি থেকে বেশ কিছু পদক এসেছে। এই দুটো খেলা যদি না থাকে ভারতের পদক সংখ্যায় প্রভাব পড়তে পারে। তাই এই দুটো খেলাকে বাতিলের প্রক্রিয়ায় তীব্র বিরোধীতা করবে ভারতীয় অলিম্পিক সংস্থা।