ISSF World Championships 2023 : শুটিং বিশ্ব চ্যাম্পিয়নশিপে হতাশার প্রথম দিন, ভারতের প্রাপ্তি এয়ার পিস্তল টিমের ব্রোঞ্জ
২০২৩ বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল ভারতের পুরুষদের এয়ার পিস্তল টিম। দলে রয়েছেন শিবা নরওয়াল, সর্বজিৎ সিং এবং অর্জুন সিং চিমা।
বাকু : ২০২৩ ISSF বিশ্ব চ্যাম্পিয়নশিপের (ISSF World Championship 2023) প্রথম দিনটি ভারতের হতাশার। বৃহস্পতিবার প্রতিযোগিতার প্রথম দিন ভারতের ছয়জন ১০ মিটার এয়ার পিস্তল শুটারের কেউই ২০২৪ প্যারিস অলিম্পিক কোটা অর্জন করতে পারেননি। তবে এদিন পদক এসেছে ভারতের ঘরে। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল টিম পেয়েছে ব্রোঞ্জ পদক। টিমের তিন সদস্য শিবা নারওয়াল, সর্বজিৎ সিং এবং অর্জুন সিং চিমা ১৭৩৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে শেষ করেন। নারওয়ালের ৫৭৯, সর্বজিতের ৫৭৮ এবং চিমার পয়েন্ট ৫৭৭। জার্মান টিম তাদের থেকে নয় পয়েন্ট এগিয়ে থেকে রুপোর পদক জিতেছে। সোনা জিতেছে চিন। ১৭৪৯ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক জিতেছে তারা। প্রথমদিনই চারটি সোনার পদক জিতেছে চিন। এদিকে ভারত টিম বিভাগে একটি ব্রোঞ্জ পেলেও ব্যক্তিগত বিভাগে দেশের কোনও শুটার ফাইনালে পা রাখতে পারেননি।
কোয়ালিফিকেশন পর্বের পর নারওয়াল ১৭ এবং সর্বজিৎ ১৮তম স্থানে রয়েছেন। চিমা রয়েছেন ২৬তম স্থানে। অন্যদিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল টিম ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি। ঈশা সিং (৫৭২), পলক (৫৭০) এবং দিব্যা টিএস (৫৬৬)-র প্রাপ্ত পয়েন্ট মিলিয়ে ১৭২৮ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে শেষ করেন তাঁরা। মেয়েদের এয়ার পিস্তলে সোনার পদক জিতেছে হাঙ্গেরি। তাদের প্রাপ্ত পয়েন্ট ১৭২৮। ১৭২৬ পয়েন্ট নিয়ে রুপো পেয়েছে হাঙ্গেরির টিম। ১৭২৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ জিতেছে ইরান। ব্যক্তিগত বিভাগে ইশা যোগ্যতা অর্জন পর্বে ৩২তম, পলক ৪০তম এবং দিব্যা ৬৬তম স্থানে রয়েছেন।
Kudos to the #TOPScheme shooting trio of Shiva Narwal, Sarabjot Singh, and Arjun Singh Cheema on winning 🥉 in the 10m Air Pistol Men’s Team at the ISSF World Championships 2023.
Aim higher, strive harder, and continue to make our nation proud. Your journey has just begun; the… pic.twitter.com/JA0PoJ5Xxk
— Anurag Thakur (@ianuragthakur) August 17, 2023