India vs Pakistan: ব্যাকফুটে থেকেও ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান কোচের!

অভিষেক সেনগুপ্ত | Edited By: দীপঙ্কর ঘোষাল

Aug 09, 2023 | 8:30 AM

Men's Asian Champions Trophy 2023: পয়েন্ট টেবলে শীর্ষে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। অন্যদিকে, পাকিস্তান ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। কোরিয়ারও রয়েছে ৫ পয়েন্ট। তবে ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে অবশ্য পয়েন্ট টেবলে অবস্থানের ওপর ভাগ্য নির্ভর করে না।

India vs Pakistan: ব্যাকফুটে থেকেও ভারতকে হুঁশিয়ারি পাকিস্তান কোচের!
Image Credit source: Twitter, Screengrab

Follow Us

চেন্নাই: ধরা যাক, বাবর আজমরা খেলতে নামছেন রোহিত শর্মার টিমের বিরুদ্ধে। পাকিস্তান টিমের কোচ থেকে শুরু করে প্রাক্তনরা— ভারতীয় টিমের দুর্বলতার খোঁজখবর নিয়ে থাকেন, তুলেও ধরেন। ক্রিকেট বলে কি এ সব আলাদা হয়? না, ভারত-পাকিস্তান ম্যাচের ধরণ, ধর্ম, গতিতে কোনও বদল নেই। সে ক্রিকেট হোক আর হকি। আজ রাতে চেন্নাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্যায়ে ভারতের বিরুদ্ধে নামতে চলেছে পাকিস্তান। এক সময় গ্রিন আর্মির হকি ঐতিহ্য ভারতেরই মতো ছিল। সাফল্যও ছিল ঝলমলে। কিন্তু সাম্প্রতিক অতীতে পাকিস্তানের হকির অনেকখানি অধঃপতন হয়েছে। সেখান থেকে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে চাইছে পাক হকি টিম। ভারতের বিরুদ্ধে ভালো খেলতে পারলে, জিততে পারলে ওয়াঘার ওপারে যে সম্মান বাড়বে, সাম্মানিক বাড়বে, তাতে আর সন্দেহ কী! সেই কারণেই কি পাক হকি কোচ উত্তাপ ছড়ানোর কাজ শুরু করে দিলেন? ভারতের বিরুদ্ধে নামার আগে রীতিমতো হুঙ্কার দিয়েছেন মহম্মদ সাকলিন। কী বললেন তিনি? TV9Bangla Sports তুলে ধরল এই প্রতিবেদনে।

সাম্প্রতিক অতীতে সেই অর্থে খেলার মধ্যে ছিল না পাকিস্তান টিম। ভারতীয় দল একের পর এক টুর্নামেন্টে খেলছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির এ বারের সংস্করণে ভারত এখনও অপরাজিত। অন্যদিকে, চিনের বিরুদ্ধে ২-১ জিতেছে পাকিস্তান। শুরুতে সে ভাবে খেলতে না পারলেও ধীরে ধীরে পাক টিম ছাপ রাখছে। ভারতের বিরুদ্ধে নামার আগে পাক কোচের মন্তব্য, ‘হরমনপ্রীত সিং আর ভারতের সেন্ট্রাল ফরোয়ার্ডরা বিশ্বের অন্যতম সেরা প্লেয়ার। ওদের শক্তি যেমন জানি, দুর্বলতাও কিন্তু জানা আছে। যে ভাবেই হোক ভারতের বিরুদ্ধে সেরাটা দিতে হবে।’ বোঝাই যাচ্ছে, পাক টিম ভারতের বিরুদ্ধে ম্যাচটা নিয়ে মুখিয়ে রয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো পারফর্ম করতে পারলে পাক হকি নতুন করে ফিরে আসবে আলোয়। যেটা প্রবল ভাবে চাইছেন সাকলিন।

হার দিয়ে শুরু করে পরের দুটো ম্য়াচে ড্র করেছিল পাকিস্তান। কিন্তু চিনের বিরুদ্ধে জয় স্বস্তি দিয়েছে টিমে। পাক কোচের সাফ কথা, ‘চিনের বিরুদ্ধে শেষ পর্যন্ত আমরা তিনটে গুরুত্বপূর্ণ পয়েন্ট পেয়েছি। পুরো ম্যাচ জুড়ে তো বটেই, শুরু থেকেই আমরা বারবার গোলের সুযোগ তৈরি করছিলাম। এ ভাবে খেলতে পারলে, পাকিস্তানের যুব টিম নিশ্চিত ভাবেই সেমিফাইনালে জায়গা করে নিতে পারবে। মালয়েশিয়ার বিরুদ্ধে টিম চমৎকার খেলেছিল। টিমের প্লেয়াররা যতই অনভিজ্ঞ হোক, চাপ সামলাতে পারে। আপাতত মাথায় শুধু ঘুরছে ভারত।’

পাকিস্তানের ক্যাপ্টেন ওমর ভুট্টা বলছেন, ‘ভারতের বিরুদ্ধে যে সুযোগগুলো পাব আমরা, কাজে লাগাতে হবে। ভারত স্পেশাল ম্যাচ নয়, অন্য ম্যাচগুলোর মতোই। যে গেমপ্ল্যান নিয়ে আমরা নামব, তা যাতে সফল ভাবে কার্যকর করতে পারি, সে দিকে নজর রাখতে হবে। কোচ কিন্তু এ নিয়ে কাজ শুরু করে দিয়েছেন।’

পয়েন্ট টেবলে শীর্ষে থেকেই পাকিস্তানের বিরুদ্ধে নামছে ভারত। অন্যদিকে, পাকিস্তান ৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। কোরিয়ারও রয়েছে ৫ পয়েন্ট। ভারত-পাক হাইভোল্টেজ ম্যাচে অবশ্য পয়েন্ট টেবলে অবস্থানের ওপর ভাগ্য নির্ভর করে না।

Next Article
Bridge Championships 2023: বিশ্ব যুব ব্রিজ, চিনকে হারিয়ে ভারতের পদক জয়ে অবদান ৬ বাঙালির
India vs Pakistan Hockey Highlights: ফাইনাল স্কোর, পাকিস্তানের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয় ভারতের