টোকিও অলিম্পিকে সাড়া ফেলেছিলেন জিমন্যাস্টিক্সের সুপারস্টার সিমোনে বাইলস। মানসিক স্বাস্থ্য নিয়ে অলিম্পিকের আগে থেকেই ভুগছিলেন। শেষ অবধি অলিম্পিকে একাধিক ইভেন্ট থেকে নাম তুলে নেন। আদৌ কোনওদিন আর ফ্লোরে ফিরবেন কীনা, এই নিয়েই তৈরি হয়েছিল আশঙ্কা। ভক্তদের জন্য সুখবর। অগস্টেই প্রতিযোগিতায় ফিরছেন বিশ্বসেরা জিমন্যাস্ট। তাহলে কি প্যারিস অলিম্পিকে দেখা যেতে পারে তাঁকে? বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
মার্কিন যুক্তরাষ্ট্র জিমন্যাস্টিক্স সংস্থার তরফে জানানো হয়েছে, শিকাগোয় ইউএস ক্লাসিক প্রতিযোগিতায় অংশ নেবেন সিমোনে বাইলস। চার বারের অলিম্পিক চ্যাম্পিয়ন। জিমন্যাস্টিক্সের আইকন। টোকিও অলিম্পিকের মাঝপথেই সরে দাঁড়িয়েছিলেন। এর কারণ হিসেবে জানিয়েছিলেন মানসিক স্বাস্থ্যের কথাই। সকলকে অনুরোধ করেছিলেন, মন খুলে কথা বলার জন্য। নিজেও চিকিৎসকের পরামর্শ নিয়েছেন। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন সিমোনে। অলিম্পিকের পর প্রথম কোনও প্রতিযোগিতায় নামছেন বাইলস।
আশার মধ্যে কিছুটা সতর্কবার্তাও দিয়ে রেখেছেন ইউএস ক্লাসিকের কর্তারা। এক বিবৃতিতে বলা হয়েছে- ‘রেজিস্ট্রেশন করা মানেই প্রতিযোগিতায় অংশ নেওয়া নয়। প্রতিটা অ্যাথলিটের পাশে দাঁড়াতে চাই আমরা। কেরিয়ারের যে পরিস্থিতিতেই নামুক, আমরা সমর্থন করব।’ ২০১৬ রিও অলিম্পিকে ঝড় তুলেছিলেন বাইলস। টিম ইভেন্ট, অল-অ্যারাউন্ড, ভল্ট, ফ্লোর এক্সারসাইজে সোনার পদক জিতেছিলেন। ব্যালান্স বিমে ব্রোঞ্জ। টোকিওতে ফেভারিট হিসেবেই নেমেছিলেন। যদিও মানসিক স্বাস্থ্যের কারণে তা সম্ভব হয়নি।
সিমোনে বাইলস ২০১৩ সালের পর থেকে কোনও অল-অ্যারাউন্ড প্রতিযোগিতায় হারেননি। তাঁর সাহসী ইয়ুরশেঙ্কো ডবল পাইক ভল্টে শ্রেষ্টত্ব অর্জন করেছিলেন। মেয়েদের জিমন্যাস্টিক্সে যা আগে কখনও দেখা যায়নি। টোকিওতে বাইলস অন্তত পাঁচটি পদক জিতবেন, এমনটাই যেন প্রত্যাশিত ছিল। যদিও হাতে গোনা ইভেন্টে অংশ নেন। টিম ইভেন্টে রুপো এবং ব্যালান্স বিমে ব্রোঞ্জ পদক। সিমোনে বাইলসের ফ্লোরে ফেরার ভাবনাতে আশার আলো, পরের বছর প্যারিস অলিম্পিকেও কি দেখা যেতে পারে তাঁকে? অসম্ভব নয়।