IND vs PAK: অপারেশন সিঁদুরের পর প্রথম বার, ভারতে খেলতে আসবে পাকিস্তান!

Pakistan Team In India: ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ পড়েছে ক্রিকেটেও। এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। শুধুমাত্র আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই দেখা যায় ভারত-পাক মহারণ। অপারেশন সিঁদুরের পর প্রথম বার ভারতে আসছে পাকিস্তান।

IND vs PAK: অপারেশন সিঁদুরের পর প্রথম বার, ভারতে খেলতে আসবে পাকিস্তান!
Image Credit source: Getty Images Creative

Jul 03, 2025 | 7:46 PM

ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এমনিতেই তলানিতে। পরিস্থিতি আরও খারাপ হয়েছে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর। কাশ্মীরের পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা করে জঙ্গিরা। এর দায় নিয়েছিল পাকিস্তানের জঙ্গি সংস্থা। এরপরই কড়া পদক্ষেপ ভারতের। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কের আঁচ পড়েছে ক্রিকেটেও। এখন আর দ্বিপাক্ষিক সিরিজ হয় না। শুধুমাত্র আইসিসি এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই দেখা যায় ভারত-পাক মহারণ। অপারেশন সিঁদুরের পর প্রথম বার ভারতে আসছে পাকিস্তান।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ছিল পাকিস্তান। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। যার ফলে হাইব্রিড মডেলেই হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফি। যদিও সে সময়ই ঠিক হয়, পাকিস্তান ক্রিকেট দলও ভারতে খেলতে আসবে না। এশিয়া কাপ ক্রিকেট, মেয়েদের বিশ্বকাপ এবং পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত-পাকিস্তান মুখোমুখি হবে নিরপেক্ষ ভেনুতে। ক্রিকেট না হলেও ভারতের মাটিতে খেলতে আসছে পাকিস্তান হকি টিম।

সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, ভারতের মাটিতে হকির এশিয়া কাপ এবং জুনিয়র বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান। বহুদেশীয় টুর্নামেন্ট, অলিম্পিকের নিয়মভঙ্গের ভয় রয়েছে। সে কারণেই পাকিস্তান টিমকে ভারতে আসা থেকে আটকানো হবে না, এমনটাই ক্রীড়ামন্ত্রক সূত্রে খবর। ২৭ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর বিহারের রাজগীরে হবে হকির এশিয়া কাপ। নভেম্বর-ডিসেম্বরে জুনিয়র বিশ্বকাপ হবে চেন্নাই এবং মাদুরাইতে। ক্রীড়ামন্ত্রকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে সর্বভারতীয় হকি সংস্থা।