মালয়েশিয়ারও রাস্তা বন্ধ! দেখুন পাকিস্তানের লজ্জার কুকীর্তি

Hockey: ২০২৪ সালে সুলতান আজলান শাহ হকি কাপে পাকিস্তান দারুণ পারফর্ম করেছিল। ফাইনালেও উঠেছিল। সেখানে জাপানের কাছে হেরে যায়। আর এ বার পাকিস্তান টাকা মেটায়নি বলে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ল।

মালয়েশিয়ারও রাস্তা বন্ধ! দেখুন পাকিস্তানের লজ্জার কুকীর্তি
মালয়েশিয়ারও রাস্তা বন্ধ! দেখুন পাকিস্তানের লজ্জার কুকীর্তিImage Credit source: X

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Apr 25, 2025 | 8:39 PM

কলকাতা: লজ্জাজনক কাণ্ড পাকিস্তানের। ঐতিহ্যবাহী সুলতান আজলান শাহ হকি কাপে পাকিস্তানকে (Pakistan) আমন্ত্রণ জানানো হয়নি। জোহর হকি অ্যাসোসিয়েশনের কাছে ১০,৩৪৯ মার্কিন ডলারের বকেয়া পাকিস্তানের। এই বকেয়া না মেটানোর করার কারণে মালয়েশিয়ান হকি ফেডারেশন এই বছরের আজলান শাহ কাপে পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি।

পাকিস্তান হকি ফেডারেশনের একটি সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, জোহর অ্যাসোসিয়েশন পিএইচএফকে একটি সরকারি চিঠি পাঠিয়েছে। যাতে ২০২৩ সালের অক্টোবরে দলের সঙ্গে মালয়েশিয়াতে যাওয়া পিএইচএফ কর্তারা এবং তাঁদের পরিবারের থাকার, ঘোরার এবং অন্যান্য খরচের বকেয়া ফেরানোর দাবি করা হয়েছে।

এমন কাণ্ড চমকে দেওয়ার মতো। পাকিস্তান হকি ফেডারেশনের এক সূত্র বলেছেন, “দলের থাকা এবং খরচ আয়োজকদের বহন করার কথা থাকলেও পিএইচএফ কর্তাদের (যাঁদের মধ্যে প্রাক্তন রাষ্ট্রপতিও ছিলেন) স্পষ্টভাবে বলা হয়েছিল যে, তাঁদের সমস্ত খরচ নিজেদেরকেই বহন করতে হবে।”

ওই কর্তারাও এক বিলাসবহুল হোটেলে ছিলেন। জোহর কমিটি ইতিমধ্যেই মালয়েশিয়ান ফেডারেশনের কাছে বিষয়টি তুলে ধরেছে। বকেয়া পরিশোধ না করা হলে বিষয়টি এফআইএইচ-এর কাছে জানানও হবে। বর্তমান পাকিস্তানের হকি সভাপতি এবং তাঁর টিম প্রবল সমস্যায় পড়েছে। কারণ ফেডারেশন ইতিমধ্যেই অর্থ সংকটে ভুগছে। ২০২৪ সালে সুলতান আজলান শাহ হকি কাপে পাকিস্তান দারুণ পারফর্ম করেছিল। ফাইনালেও উঠেছিল। সেখানে জাপানের কাছে হেরে যায়। আর এ বার পাকিস্তান টাকা মেটায়নি বলে টুর্নামেন্ট থেকেই বাদ পড়ল।