AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Luana Alonso: রূপের জাদুতে সতীর্থরা ‘অতিষ্ঠ’! অলিম্পিক থেকে দেশে ফিরতে হল এই সুন্দরীকে

Paraguayan swimmer: যুগ যুগ ধরেই নারীর সৌন্দর্য লক্ষ্যভ্রষ্ট করেছে অনেক সংযমীকেও। কিন্তু সতীর্থ মনোমুগ্ধকর সুন্দরী হওয়ায় দলের বাকিরা মনসংযোগই করতে পারছেন না খেলায়! এই দোহাই দিয়েই অলিম্পিক ভিলেজ থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এক মহিলা সাঁতারুকে। তার পরই তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা।

Luana Alonso: রূপের জাদুতে সতীর্থরা 'অতিষ্ঠ'! অলিম্পিক থেকে দেশে ফিরতে হল এই সুন্দরীকে
লুয়ানা আলন্সো
| Updated on: Aug 07, 2024 | 8:05 PM
Share

সুন্দরীদের দেখে মোহিত হয়ে পড়া এ জগতে খুব নতুন ঘটনা নয়। যুগ যুগ ধরেই নারীর সৌন্দর্য লক্ষ্যভ্রষ্ট করেছে অনেক সংযমীকেও। কিন্তু সতীর্থ মনোমুগ্ধকর সুন্দরী হওয়ায় দলের বাকিরা মনসংযোগই করতে পারছেন না খেলায়! এই দোহাই দিয়েই অলিম্পিক ভিলেজ থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এক মহিলা সাঁতারুকে। তার পরই তাঁকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। তাঁর রূপে এ বার মজেছেন নেটিজেনরা।

লুয়ানা আলান্সো প্যারাগুয়ের মহিলা সাঁতারু বা সুইমার। দলের বাকি সদস্যদের সঙ্গেই প্যারিস অলিম্পিকে অংশ নিয়েছিলেন তিনি। রূপে সবার নজর কাড়লেও সাঁতারের ইভেন্টে উল্লেখযোগ্য ফল করতে পারেননি তিনি। সাঁতারের ইভেন্টের ফাইনালে ওঠার যোগ্যতা মান পার করতে পারেননি। এর জেরে অলিম্পিক থেকে ছিটকে যেতে হয়েছে তাঁকে। তা সত্ত্বেও অলিম্পিক গেমস ভিলেজে অলিম্পিক শেষ না হওয়া অবধি থাকার পরিকল্পনা ছিল লুয়ানার। কিন্তু সে ইচ্ছা পূরণ হয়নি। অলিম্পিক শেষ হওয়ার দিন কয়েক আগেই প্যারিস থেকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁকে।

জানা গিয়েছে, প্যারাগুয়ের টিম ম্যানেজার এসে লুয়ানাকে দেশে ফিরে যেতে হবে বলে জানিয়েছেন। তার পর প্যারাগুয়েতে ফিরেছেন ওই সুন্দরী সুইমার। দেশে ফেরার পর সাঁতার থেকে অবসরের ঘোষণাও করেছেন। যদিও অবসর পরবর্তী জীবনের পরিকল্পনার বিষয়ে এখনও কিছুই জানাননি তিনি। কিন্তু কেন তাঁকে গেমস ভিলেজে অলিম্পিকের শেষ অবধি থাকতে দেওয়া হল না? কেন দেশে ফেরত পাঠানো হল তাঁকে? এ নিয়ে চলছে আলোচনা।

প্যারাগুয়ের টিম ম্যানেজমেন্ট লুয়ানাকে দেশে ফেরত পাঠানোর কারণ ব্যাখা করেছে সংবাদমাধ্যমের কাছে। সেখানে জানানো হয়েছে, সুন্দরী লুয়ানা ভিলেজে থাকলে দলের বাকি খেলোয়াড়দের মনঃসংযোগ করতে নাকি সমস্যা হচ্ছিল। খেলা ছেড়ে লুয়ানার দিকেই মন চলে যাচ্ছিল প্যারাগুয়ের বাকি ক্রীড়াবিদদের। সে জন্যই নাকি লুয়ানাকে দেশে ফিরে যেতে বলা হয়েছে। যদিও এই বিষয়টি নিয়ে লুয়ানা কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে দেশে ফিরে তাঁর অবসরের ঘোষণায় অবাক হয়েছেন অনেকেই। কিন্তু তাতে বিশেষ হেলদোল নেই সাঁতারু সুন্দরীর। তিনি জানেন পুরুষের হৃদয়ে ঝড় তুলতে তাঁর উপস্থিতিই যথেষ্ট।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)