Pro Wrestling League: দেশের প্রাণকেন্দ্রে বসেছে কুস্তির মহোৎসব PWL, যোগ দিয়েছেন ‘বাহুবলী’রা

PWL in India: মোট ১৩ দিনের লিগে ১৫টি ম্যাচ হবে। যাদের মধ্য়ে জয়ী চার দল যাবে সেমি-ফাইনালে। যা হবে আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি। সেই দিন বাছাই করা হবে সেরা দুইকে। তারপর সেই নির্বাচনের ভিত্তিতে আগামী পয়লা ফেব্রুয়ারি দ্বৈরথ নামাবে শীর্ষ দুই দল।

Pro Wrestling League: দেশের প্রাণকেন্দ্রে বসেছে কুস্তির মহোৎসব PWL, যোগ দিয়েছেন বাহুবলীরা
দেশের প্রাণকেন্দ্রের কুস্তির মহোৎসবImage Credit source: সংগৃহিত (X)

|

Jan 24, 2026 | 10:09 PM

নয়াদিল্লি: দেশের প্রাণকেন্দ্রে কুস্তি মহোৎসব। দীর্ঘ প্রতীক্ষার পর আবারও বসেছে অন্যতম জনপ্রিয় কুস্তির আসর ‘প্রো রেসলিং লিগ’ বা পিডব্লিইউএল ২০২৬। গত ১৫ জানুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে এই প্রতিযোগিতা। চলবে আগামী পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত। প্রায় সাত বছরের বিরতি কাটিয়ে আয়োজন হয়েছে এই কুস্তি মহোৎসবের। যা তুলে ধরবে আবারও কত নতুন মুখেদের।

লিগের মূল উদ্য়োক্তাদের সূত্রে জানা গিয়েছে, চলতি বছর আরও অন্য নতুন মুখেদের আনতে চলেছে তাঁরা। শুধুই অলিম্পিকের ভারতের পদকজয়ী কুস্তিগিররা নয়, এবারের মহোৎসবে আসতে চলেছে বিশ্ব অন্যান্য রাষ্ট্রের প্রথমসারির কুস্তিগিরেরাও। এবারের লিগে অংশগ্রহণ করেছে মোট ছয়টি দল — দিল্লি দঙ্গল ওয়ারিয়ার্স, হরিয়ানা থান্ডার্স, মুম্বই দঙ্গল টাইগার্স, মহারাষ্ট্র কেশরী এবং পঞ্জাব ডমিনেটরস।

মোট ১৩ দিনের লিগে ১৫টি ম্যাচ হবে। যাদের মধ্য়ে জয়ী চার দল যাবে সেমি-ফাইনালে। যা হবে আগামী ৩০ এবং ৩১ জানুয়ারি। সেই দিন বাছাই করা হবে সেরা দুইকে। তারপর সেই নির্বাচনের ভিত্তিতে আগামী পয়লা ফেব্রুয়ারি দ্বৈরথ নামাবে শীর্ষ দুই দল।

উল্লেখ্য, বছর-বছর ধরে ভারতকে অলিম্পিক-লেভেল কুস্তির জন্য তৈরি করছে এই প্রো রেসলিং লিগ। তৃণমূল স্তর থেকে প্রতিভাদের তুলে এনে পাঠাচ্ছে আন্তর্জাতিক স্তরে। সুতরাং ক্রীড়াদুনিয়ার ক্ষেত্রে এই লিগের গুরুত্ব অপরিসীম বললেও ভুল হবে না। কিন্তু কীড়াপ্রেমীরা এই পিডব্লিইউএল দেখবেন কীভাবে? আয়োজকরা জানিয়েছেন, সনি স্পোর্টস নেটওয়ার্কের (Sony TEN 4 এবং Sony TEN 5) এবং সনি লিভ (Sony LIV) অ্যাপের মাধ্যমে সরাসরি লাইভ সম্প্রচার দেখতে পারবেন দর্শকরা।