Rafael Nadal: টেনিসকে বিদায় ২২ গ্র্যান্ড স্লামের মালিক কিংবদন্তি রাফায়েল নাদালের

Rafael Nadal Retirement: অস্ত্রোপচার করিয়েছেন। কোর্টে ফিরেছেন। আবারও চোটের কবলে পড়তে হয়েছে। ইঙ্গিতটা বছরের শুরুতেই দিয়ে রেখেছিলেন। এ বার সরকারি ভাবেই জানিয়ে দিলেন, বিদায় টেনিস।

Rafael Nadal: টেনিসকে বিদায় ২২ গ্র্যান্ড স্লামের মালিক কিংবদন্তি রাফায়েল নাদালের
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Oct 10, 2024 | 4:59 PM

রজার ফেডেরার আগেই অবসর নিয়েছিলেন। ফ্যাব থ্রি-র আর এক কিংবদন্তি রাফায়েল নাদালও বিদায় জানালেন টেনিসকে। ২২টি গ্র্যান্ড স্লামেই কেরিয়ার শেষ করলেন। গত কয়েক বছর চোটে জেরবার হয়েছেন স্প্যানিশ কিংদন্তি রাফায়েল নাদাল। অস্ত্রোপচার করিয়েছেন। কোর্টে ফিরেছেন। আবারও চোটের কবলে পড়তে হয়েছে। ইঙ্গিতটা বছরের শুরুতেই দিয়ে রেখেছিলেন। এ বার সরকারি ভাবেই জানিয়ে দিলেন, বিদায় টেনিস।

এ বারের ফ্রেঞ্চ ওপেন এক অপ্রত্যাশিত দৃশ্য দেখেছিল। লাল-সুড়কির রাজা রাফায়েল নাদাল। কেরিয়ারের ২২টি গ্র্যান্ড স্লামের মধ্যে ১৪টি এসেছে রোলাঁ গারোয়। সেখানে হোঁচট খাওয়া বেদনাদায়ক। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম বার! ফরাসি ওপেনে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন রাফায়েল নাদাল। আলোচনা তখন থেকেই শুরু। এ দিন সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো বার্তায় টেনিস থেকে অবসরের কথা ঘোষণা করেছেন রাফায়েল নাদাল।

রাফায়েল নাদালকে শেষ বার টেনিস কোর্টে দেখা যাবে আগামী মাসে। স্প্যানিশ কিংবদন্তি ভিডিয়ো বার্তায় তেমনই জানিয়েছেন। নভেম্বরে ডেভিস কাপে খেলবেন। ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও নেদারল্যান্ডস। রাফায়েল নাদালের বর্ণময় কেরিয়ারের ইতি হবে এই কোয়ার্টার ফাইনাল টাই দিয়েই। প্যারিস অলিম্পিকের পর আর কোর্টে দেখা যায়নি রাফাকে। একেবারে নামবেন বিদায়ী ম্যাচ খেলতেই!