Rafael Nadal: আগামী বছরই প্রত্যাবর্তন, কোন টুর্নামেন্টে দেখা যাবে রাফায়েল নাদালকে?

Rafael Nadal Comeback: নাদালের কাকা, ২০১৭ সাল থেকে যিনি আবার কোচও, সেই টনি নাদাল আশার কথা শুনিয়েছেন। স্পেনের একটি কাগজকে দেওয়া ইন্টারভিউতে টনি বলেছেন, 'রাফা আগের থেকে অনেক ভালো। দ্রুত সুস্থ হয়ে উঠছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ওকে দেখা যেতে পারে।' এর আগে দু'বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। চোট সারিয়ে ফিরে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেওছিলেন।

Rafael Nadal: আগামী বছরই প্রত্যাবর্তন, কোন টুর্নামেন্টে দেখা যাবে রাফায়েল নাদালকে?
Image Credit source: twitter

| Edited By: দীপঙ্কর ঘোষাল

Sep 15, 2023 | 7:00 AM

মাদ্রিদ: নোভাক জকোভিচ (Novak Djokovic) কি সর্বকালের সেরা টেনিস প্লেয়ার? ২৪তম গ্র্যান্ড স্লাম (Grand Slam) জিতে ওপেন এরায় কিংবদন্তি হয়ে গিয়েছেন জোকার। আর একটা গ্র্যান্ড স্লাম জেতা মানে মার্গারেট কোর্টকেও (Margaret Court) টপকে যাবেন সার্বিয়ান তারকা। টেনিস দুনিয়ায় যখন প্রশংসার ঝড় বয়ে যাচ্ছে জকোভিচকে নিয়ে, তখন আর নায়কের প্রত্যাবর্তনের খবর। চোট সারিয়ে অবশেষে কোর্টে ফিরতে চলেছেন রাফায়েল নাদাল (Rafael Nadal)। কবে দেখা যাবে তাঁকে? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।

চলতি বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে শেষবার দেখা গিয়েছে নাদালকে। দ্বিতীয় রাউন্ডে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের কাছে হেরে বিদায় নিয়েছিলেন রাফা। তার আগে থেকেই চোটের কবলে পড়েছিলেন। হিপ ইনজুরির জন্য আর কোর্টে নামতে পারেননি। অস্ট্রেলিয়ান ওপেনের পর নাদালের অস্ত্রোপচার হয়েছে। এতদিন ধরে রিহ্যাব করছেন তিনি। আগের থেকে অনেকটাই সেরে উঠেছেন। আগামী বছর আবার তাঁকে কোর্টে দেখা যাবে, এমনই আশা করা হচ্ছে। হয়তো অস্ট্রেলিয়ান ওপেনেই ফিরবেন নাদাল। ২০০৪ সালের পর এই প্রথম রোলাঁ গারোয় খেলতে দেখা যায়নি নাদালকে। টেনিস ভক্তরা যা মেনে নিতে পারেননি। আগামী বছরই কেরিয়ারের শেষ বছর হতে চলেছে নাদালের। সেই কারণেই নিজেকে সেরা ফর্মে দেখতে চান স্প্যানিশ টেনিস তারকা। স্পেনের ডেভিস কাপ টিমের ক্যাপ্টেন ডেভিড ফেরার কিন্তু অন্য কথা বলছেন। জাতীয় টিম যদি ডেভিড কাপের ফাইনালে ওঠে, তা হলে আগামী নভেম্বরে কোর্টে দেখা যেতে পারে রাফাকে।

নাদালের কাকা, ২০১৭ সাল থেকে যিনি আবার কোচও, সেই টনি নাদাল আশার কথা শুনিয়েছেন। স্পেনের একটি কাগজকে দেওয়া ইন্টারভিউতে টনি বলেছেন, ‘রাফা আগের থেকে অনেক ভালো। দ্রুত সুস্থ হয়ে উঠছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আগামী বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনে ওকে দেখা যেতে পারে।’

এর আগে দু’বার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হয়েছেন নাদাল। চোট সারিয়ে ফিরে ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতেওছিলেন। ২২টা গ্র্যান্ড স্লাম খেতাব রয়েছে রাফার। রজার ফে়ডেরার আর কোর্টে ফিরবেন, এমন আশা কেউ করছেন না। কিন্তু নাদাল ফিরবেন স্বমহিমায়, সেই আশা রাখছেন অনেকেই। নাদাল তো বটেই।