Rohan Bopanna: ৪৩ বছরে কেরিয়ার শুরু, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস রোহন বোপান্নার!

Australian Open 2024: এর আগে টানা পাঁচটা ফাইনালে হেরেছিলেন বোপান্না-এবডেন। অস্ট্রেলিয়ান ওপেনে আর তেমন কিছু ঘটল না। তেতাল্লিশ বছরের রোহন বোপান্না যেন উদাহরণ হয়ে উঠছেন টেনিস দুনিয়ায়। খেলা যত গড়ায়, ততই যেন সৌরভ ছড়ান ভারতীয় টেনিস তারকা। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে একটা মাত্র ম্যাচ বাদ দিলে সব ম্যাচেই টাইব্রেকার জিতেছেন বোপান্না ও ছত্রিশ বছরের অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথেউ এবডেনের।

Rohan Bopanna: ৪৩ বছরে কেরিয়ার শুরু, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস রোহন বোপান্নার!
Rohan Bopanna: ৪৩ বছরে কেরিয়ার শুরু, অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস রোহন বোপান্নার!Image Credit source: PTI

| Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Jan 27, 2024 | 6:03 PM

অভিষেক সেনগুপ্ত

মুখ ভর্তি কাঁচা-পাকা দাড়ি। সামান্য পাতলা হয়েছে মাথার চুল। তবু কৃষ্ণাঙ্গ যুবকের চোখে খেলা করছে আত্মবিশ্বাস। বিপক্ষের কোর্টে আছড়ে পড়া সার্ভিসের গতি দেখে চমকে যাচ্ছে টেনিস দুনিয়া। ফোরহ্যান্ড রিটার্ন দেখে থমকে যাচ্ছে গ্যালারি। আশ্চর্য ভলি অবাক করে দিচ্ছে। যেন সদ্য কুড়ি বছর বয়স তাঁর। ৪০ দিন পর ৪৪ বছরের জন্মদিন পালন করবেন। ২৫ বছর পর যেন নতুন করে টেনিস কেরিয়ান শুরু করলেন রোহন বোপান্না (Rohan Bopanna)। ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি, আন্দ্রেয়া ভাবাসোরিকে হারিয়ে ৭-৬, ৭-৫ অস্ট্রেলিয়ান ওপেনে ইতিহাস তৈরি করলেন বোপান্না ও তাঁর অস্ট্রেলিয়ান ম্যাথেউ (Matthew Ebden)।

এর আগে টানা পাঁচটা ফাইনালে হেরেছিলেন বোপান্না-এবডেন। অস্ট্রেলিয়ান ওপেনে আর তেমন কিছু ঘটল না। তেতাল্লিশ বছরের রোহন বোপান্না যেন উদাহরণ হয়ে উঠছেন টেনিস দুনিয়ায়। খেলা যত গড়ায়, ততই যেন সৌরভ ছড়ান ভারতীয় টেনিস তারকা। এ বারের অস্ট্রেলিয়ান ওপেনে একটা মাত্র ম্যাচ বাদ দিলে সব ম্যাচেই টাইব্রেকার জিতেছেন বোপান্না ও ছত্রিশ বছরের অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথেউ এবডেনের। প্রথম সেটের টাইব্রেকার সে ভাবেই জিতলেন ইন্দো-অজি জুটি। ইতালিয়ান জুটি সিমোনে বোলেল্লি, আন্দ্রেয়া ভাবাসোরি ডাবলসের দুনিয়ায় বড় নাম না হলেও এ বার অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকেই চমৎকার খেলছেন। যেমন ছন্দে আছেন বোপান্না-এবডেন, তেমনই রয়েছেন বোলেল্লি-ভাবাসোরি। ফাইনালে পাল্টা লড়াই, ফিরে আসা, জবাব— সবই দেখা গেল। সবচেয়ে আকর্ষণীয়, রোমাঞ্চকর ছিল প্রথম সেটের টাইব্রেকার। আর সেখানে লা-জবাব বোপান্না। সার্ভিস নির্ভর ম্যাচে টাইব্রেকার গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। হলও তাই।

টাইব্রেকারে প্রথম পয়েন্ট এল বোপান্নার বডি সার্ভ থেকে। ভারতীয় টেনিস তারকা দ্বিতীয় পয়েন্ট তুললেন দারুণ রিটার্নে। তৃতীয় পয়েন্ট নিলেন আবার ফোরহ্যান্ড রিটার্নে। পরের পয়েন্টটা বুদ্ধিমত্তার জন্য। ডাবলসে পার্টনারকে আগে চিনতে হয়। তাঁর প্রতিটা পদক্ষেপ জানতে হয়। ৪৩এর বোপান্না ৩৬এর এবডেনের প্রতিটা মুভ খুব ভালো করে চেনেন। দু’জন মিলে অবিশ্বাস্য জিতলেন টাইব্রেকারটা। ইতালিয়ান বিপক্ষকে দাঁড়াতেই দিলেন না। প্রথম রাউন্ডে টাইব্রেকার জিতেছিলেন। কোয়ার্টার, সেমিতেও। ফাইনালেও প্রথম সেটের টাইব্রেকারে জিতলেন ৭-০। আর সেটটা ৭-৬ জিতে এগিয়ে গিয়েছিলেন বোপান্না-এবডেন জুটি।

ডাবলস ম্যাচ সাধারণত সার্ভিস ভিত্তিকই হয়। যে জুটির কাছে সার্ভিস থাকে, গেম তারাই নেয়। আর তাই গেম ব্রেক হলে সেট নিয়ন্ত্রণে চলে আসে। কিংবা ছোট ভুল থেকে অ্যাডভান্টেজ পেয়ে যায় বিপক্ষ। দ্বিতীয় সেটের সাত এবং ন’নম্বর গেমটা ব্রেক করে দিতে পারতেন ইন্দো-অজি জুটি। তা পারেননি। কিন্তু ১১তম গেমটাতে বিপক্ষের সার্ভিস থেকে কেড়ে নিলেন গেম। ভাবাসোরির সার্ভিস ব্রেক গেমটা জিতে এগিয়ে যান ৬-৫। এবডেনের সার্ভিস থেকে এল সেই মধুর গেম। তবে, সহজে নয়। অস্ট্রেলিয়ান এবডেন সার্ভিসে বেশ কিছু ভুল করেছেন। প্রথম পয়েন্ট তুললেও দ্বিতীয় পয়েন্ট আবার দিলেন ইতালিয়ান জুটিকে। পরের দুটো পয়েন্ট জিতে রড লেভার এরিয়ান ইতিহাস বোপান্না-এবডেনের।