Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বিমানবন্দরে হেনস্থার শিকার শুটার মানু ভাকের

মানু টুইটারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরীকে ট্যাগ করে বিস্তারিতভাবে পুরো ঘটনা জানান।

বিমানবন্দরে হেনস্থার শিকার শুটার মানু ভাকের
সৌজন্যে-মানু ভাকর টুইটার
Follow Us:
| Updated on: Feb 20, 2021 | 3:46 PM

নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দরে (IGI Airport) হেনস্থার শিকার হলেন শুটার মানু ভাকের (Manu Bhaker)। যিনি ইতিমধ্যে টোকিও অলিম্পিকের কোটা পেয়ে গিয়েছেন। এই মানু দিল্লি থেকে ভোপালের বিমান ধরতে গিয়েছিলেন। অলিম্পিকের আগে ভোপালের শুটিং অ্যাকাডেমিতে ট্রেনিং করবেন যুব অলিম্পিকে পদকজয়ী শুটার। তাই তিনি সঙ্গে নিয়ে যাচ্ছিলেন শুটিংয়ের যাবতীয় সরঞ্জাম। আর তাতেই যত বিপত্তি। ১৯ বছরের মানুর সঙ্গে অসহযোগিতা করেন এয়ার ইন্ডিয়ার (Air India) কিছু কর্মী। মানু টুইটারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং অসামরিক বিমান পরিবহনমন্ত্রী হরদীপ সিং পুরীকে ট্যাগ করে বিস্তারিতভাবে পুরো ঘটনা জানান।

ভাকেরের কাছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের ডিরেক্টরেট জেনারেলের (ডিজিসিএ) অনুমতিপত্র ছিল। তা দেখানোর পরও বিমানবন্দরে তাঁকে আটকে রাখেন মনোজ গুপ্তা নামক এয়ার ইন্ডিয়ার এক কর্মী। মানু প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ক্রীড়ামন্ত্রীকে ট্যাগ করে টুইট করেন। তিনি লেখেন, “আমার কাছে ডিজিসিএ অনুমতিপত্র রয়েছে। তা সত্ত্বেও আমাকে এআই ৪৩৭ বিমানে উঠতে দেওয়া হচ্ছে না। মনোজ গুপ্তা নামক এয়ার ইন্ডিয়ার এক কর্মী আমার ডিজিসিএ অনুমতিপত্র মানতে চাইছেন না। তিনি আমার কাছে ১০ হাজার ২০০ টাকা চেয়েছেন। আমাকে কি এ বার ঘুষ দিতে হবে?”

এয়ার ইন্ডিয়ার কর্মী মনোজ গুপ্তা কতটা অমানবিক আচরণ করেছেন, তাও টুইটে জানান মানু। তিনি লেখেন, “মনোজ গুপ্তা অমানুষ। আমার সঙ্গে তিনি অত্যন্ত খারাপ আচরণ করেছেন। যেন আমি কোনও অপরাধী। এটা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।” মানু ক্ষোভ উগরে দিয়ে বলেন, এইরকম মানুষকে কোনও দায়িত্ব দেওয়ার আগে উপযুক্ত শিক্ষা দেওয়া প্রয়োজন।

মানু পরপর কয়েকটি টুইট করেন। সেই সব টুইটের পর তাঁকে বিমানে ওঠার অনুমতি দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার তরফে তাড়াতাড়ি সাড়া মেলে। কর্তৃপক্ষের তরফে ক্ষমাও চাওয়া হয়। তবে তারাও টুইটে লেখেন, “মানু ভাকেরের কাছে দিল্লি এয়ারপোর্ট টিমের পক্ষ থেকে প্রয়োজনীয় নথি দেখতে চাওয়া হয়েছিল। তাঁর কাছে সেই নথি না থাকার জন্য জরিমানা চাওয়া হয়েছিল, কোনও রকম ঘুষ চাওয়া হয়নি।”

ভারতের হয়ে ১০ মিটার এয়ার পিস্তল বিভাগে টোকিয়ো অলিম্পিকে অংশগ্রহন করার কথা মানু ভাকেরের। এর আগে মানু বিশ্বকাপে দলগত এবং একক বিভাগ মিলিয়ে ৫টি সোনা জিতেছেন। ২০১৮ সালে মেক্সিকোতে সোনা জয়ী শুটারের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা নিয়ে মুখ খুলেছেন ঝুলন গোস্বামীও। তিনি টুইট করেন, “এইরকম ঘটনা মেনে নেওয়া যায় না। যদিও এয়ার ইন্ডিয়ার সঙ্গে আমার অভিজ্ঞতা ভাল। আমি দেখেছি তারা খেলোয়াড়দের সব সময় সম্মান দেয়।”

মানু বিমানে ওঠার অনুমতি পাওয়ার পর কিরেন রিজিজুকে ধন্যবাদও জানান। তিনি টুইট করেন, “ধন্যবাদ স্যার। আপনি আমাকে যে ভাবে সাহায্য করেছেন, তাতে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ ভারত। জয় হিন্দ।”

আরও পড়ুন: “ভাথি কামিং”-এ মজলেন অশ্বিন-হার্দিকরা