এশিয়ান রেকর্ড ভেঙে অলিম্পিকের টিকিট তেজিন্দরের
টোকিও অলিম্পিকের ঠিক একমাস আগে তেজিন্দর যেন আশ্চর্য পারফর্ম করার জন্যই ট্র্যাকে নেমেছিলেন। প্রথম থ্রোটাতেই ছুড়েছেন ২১.৪৯ মিটার। যা তাঁকে টোকিও গেমসের ছাড়পত্র এনে দিয়েছিল।

পাতিয়ালা: আবার জাতীয় রেকর্ড ভাঙলেন। গড়লেন নতুন এশিয়ান রেকর্ড। সেই সঙ্গে টোকিও অলিম্পিকের (Tokyo Olympics) টিকিটও জোগাড় করে ফেললেন শটপাটার (Shot putter) তেজিন্দর পাল সিং টুর (Tajinder Pal Singh Toor)। ভারতীয় গ্রাঁ প্রি-তে (Indian Grand Prix) এশিয়াডে সোনাজয়ী শটপাটার রীতিমতো হইচই ফেলে দিয়েছেন।
ইভেন্টের শেষে তেজিন্দর বলেছেন, ‘এশিয়ান ও জাতীয় রেকর্ড করার পাশাপাশি অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছি। এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে। প্রথমবার অলিম্পিকে নামব।’
Congratulations to Asian Gold Medalist Tajinder Pal Singh Toor who has qualified for Tokyo Olympics in shot put event. He achieved it with 21.49 meters throw which is an Asian record and a new National record. Our best wishes are with you. pic.twitter.com/rXZ3nOiYkr
— Capt.Amarinder Singh (@capt_amarinder) June 22, 2021
এর আগে তেজিন্দরের জাতীয় রেকর্ড ছিল ২০.৯২ মিটার। কিন্তু টোকিও অলিম্পিকের ঠিক একমাস আগে তেজিন্দর যেন আশ্চর্য পারফর্ম করার জন্যই ট্র্যাকে নেমেছিলেন। প্রথম থ্রোটাতেই ছুড়েছেন ২১.৪৯ মিটার। যা তাঁকে টোকিও গেমসের ছাড়পত্র এনে দিয়েছিল। অলিম্পিকের যোগ্যতা মান ছিল ২১.১০ মিটার। অবাক করার কথা হল, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম থ্রোতে ২১.২৮, ২১.১২ ও ২১.১৩ মিটার ছুড়েছেন। তাঁর পরফরম্যান্স রীতিমতো অবাক করে দিয়েছে।
তেজিন্দরের কথায়, ‘একটু গরম ছিল। কিন্তু সব মিলিয়ে কন্ডিশন চমত্কার ছিল। যে কারণে সেরাটা দিতে পেরেছি।’ শুধু তাই নয়, ১৩ বছরের পুরনো এশিয়ান রেকর্ডও ভেঙে দিয়েছেন তেজিন্দর। ২০০৯ সালে সৌদি আরবের আব্দুলম আল হেবশি ২১.১৩ মিটার ছুড়ে শটপাটে রেকর্ড করেছিলেন। তেজিন্দরের দাপটে সেটাও অক্ষত রইল না।
কঠিন রাস্তা পেরিয়ে অবশেষে টোকিওর টিকিট পেয়েছেন। তেজিন্দর বলেছেন, ‘চোট আঘাতে জর্জরিত ছিলাম আমি। সে সব মিটিয়ে অবশেষে ফিট হতে পেরেছি। এই টুর্নামেন্টটা আমার কাছে স্বস্তির ছিল। এ বার আমি ২২ মিটার পেরনোর লক্ষে নামব।’
তেজিন্দরের পারফরম্যান্সের দিকে যদি নজর দেওয়া হয়, তা হলে দেখা যাবে ২-১২ ও ২০১৬ সালের অলিম্পিকে ২১.২৩ ও ২১.৩৬ মিটার ছুড়ে ব্রোঞ্জ মিলেছে। তেজিন্দর যদি নিজেকে ধরে রাখতে পারেন, তা হলে কিন্তু ভারতের অলিম্পিকের ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে প্রথম পদক জয়ের স্বপ্নপূরণ হতেও পারে।
আরও পড়ুন: Tokyo Olympics: অলিম্পিক ইভেন্টে ১০ হাজার দর্শকে অনুমতি টোকিওর
