WTC Final: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে আগ্রাসী ব্যাটিং করতে চান শুভমন
ভারতের হয়ে বয়সভিত্তিক টিম থেকে উত্থান শুভমনের। কেকেআরের হয়ে আইপিএলে মেলে ধরেছিলেন নিজেকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বিরাট কোহলির টিমে পা দেওয়ার পরই সুবিচার করেছেন নিজের প্রতিভার প্রতি।
সাউদাম্পটন: জীবনের সবচেয়ে বড় ম্যাচ খেলতে নামছেন শুভমন গিল (Shubman Gill)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) নিয়ে ডুবে রয়েছেন ২১ বছরের ক্রিকেটার। নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে ফাইনালে রোহিত শর্মার (Rohit Sharma) সঙ্গে তাঁকে ওপেনার হিসেবে দেখা যাবে। অস্ট্রেলিয়া সফরে দারুণ পারফর্ম করেছিলেন। ইংল্যান্ড সিরিজেও হতাশ করেননি। শুভমন ফাইনাল খেলার জন্য মুখিয়ে রয়েছেন।
কলকাতা নাইট রাইডার্সের (KKR) ওয়েব সাইটে দেওয়া সাক্ষাত্কারে গিল বলেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আমার কেরিয়ারের সেরা একটা ম্যাচ।’
ভারতের হয়ে বয়সভিত্তিক টিম থেকে উত্থান শুভমনের। কেকেআরের হয়ে আইপিএলে মেলে ধরেছিলেন নিজেকে। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। বিরাট কোহলির টিমে পা দেওয়ার পরই সুবিচার করেছেন নিজের প্রতিভার প্রতি। ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে তাঁর মানিয়ে নিতে সমস্যা হবে না। অনূর্ধ্ব ১৯ ভারতীয় টিমের হয়ে লিস্ট ম্যাচ খেলেছেন সেখানে। ওয়ান ডে ও টেস্ট সিরিজে যথাক্রমে ৯২.৬৬ ও ৪৩.৫ ব্যাটিং গড় রয়েছে তাঁর। সিনিয়র টিমের হয়ে ওই অভিজ্ঞতা কাজে লাগবে তাঁর।
শুভমন বলেছেন, ‘ইংল্যান্ডের পিচে রান করতে গেলে খুব বেশি রক্ষণাত্মক হলে চলে না। রানের খোঁজ পেতে হলে বোলারদের উপর পাল্টা চাপ তৈরি করতে হবে। যাতে ওরা ব্যাকফুটে চলে যায়। বোলারদের বিরুদ্ধে অতিরক্ষণাত্মক হলে কিন্তু চাপে পড়ে যাবে ব্যাটসম্যানরা। তখন বাড়তি চাপ নিয়ে ব্যাট করতে হবে।’
আর তাই, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে আগ্রাসী ব্যাটিং করতে চান শুভমন। যদি শুরুটা ঠিকঠাক করতে পারেন, ভারতীয় টিমকে অ্যাডভান্টেজ দিতে পারবেন। সেটাই লক্ষ্য শুভমনের।
আরও পড়ুন: WTC Final: সমালোচনা আমাকে এই জায়গায় নিয়ে এসেছে : রাহানে