সিন্ধুর সহজ জয়, অঘটন জয়রামের

সুইস ওপেনের (Swiss Open) দ্বিতীয় ম্যাচে সহজেই জিতে শেষ আটে পৌঁছে গেলেন সিন্ধু। তবে এ দিন চমকে দিয়েছেন অজয় জয়রাম (Ajay Jayaram)।

সিন্ধুর সহজ জয়, অঘটন জয়রামের
সিন্ধুর সহজ জয়, অঘটন জয়রামের
Follow Us:
| Updated on: Mar 04, 2021 | 7:27 PM

বাসেল: সাইনা নেহওয়াল (Saina Nehwal) যখন হতাশ করছেন, তখন পিভি সিন্ধু (PV Sindhu) মেলে ধরছেন নিজেকে। সুইস ওপেনের (Swiss Open) দ্বিতীয় ম্যাচে সহজেই জিতে শেষ আটে পৌঁছে গেলেন সিন্ধু। তবে এ দিন চমকে দিয়েছেন অজয় জয়রাম (Ajay Jayaram)। টুর্নামেন্টের তৃতীয় বাছাই ডেনমার্কের রাসমুস গেমকে-কে হারিয়ে দেন তিনি।

আরও পড়ুন: India vs England 4th test: বিরাট বনাম স্টোকসে উত্তপ্ত মোতেরা

রিও অলিম্পিকে (Rio Olympics) রুপোজয়ী সিন্ধু শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। আমেরিকার ইরিস ওয়াংয়ের বিরুদ্ধে প্রথম গেমটা জেতেন ২১-১৩। দ্বিতীয় গেমেও একই চাপ ধরে রেখে ২১-১৪ জিতে নেন। কোয়ার্টার ফাইনালে তাইল্যান্ডের বুসানান ওংবুমরানফানের বিরুদ্ধে খেলবেন সিন্ধু। বুসানানের বিরুদ্ধে ১১-১ জেতার রেকর্ড রয়েছে ভারতীয় শাটলারের।

আরও পড়ুন: সুইস ওপেনের শেষ আটে শ্রীকান্ত, পোনাপ্পারা

রাসমুসের বিরুদ্ধে প্রথম গেমটা ২১-১৮ জিতেছিলেন জয়রাম। কিন্তু দ্বিতীয় গেমে ডেনমার্কের শাটলার ব্যাপক ভাবে ফিরে আসেন। ২১-১৭ জিতে নেন তিনি। পরের গেমে অবশ্য বিপক্ষকে আর দাঁড়াতেই দেননি জয়রাম। ২১-১৩ জেতেন। তৃতীয় গেমে টানা ছ’টা পয়েন্ট তুলেছিলেন তিনি। যা ম্যাচের ভাগ্য গড়ে দেয়। বিশ্বের ৬০ নম্বর প্লেয়ার ম্যাচটা জিততে সময় নিয়েছেন ১ ঘণ্টা ৬ মিনিট। কোয়ার্টার ফাইনালে জয়রাম খেলবেন তাইল্যান্ডের কুনলাভুট ভিতিড্রানের বিরুদ্ধে।