India vs England 4th test: বিরাট বনাম স্টোকসে উত্তপ্ত মোতেরা

মহম্মদ সিরাজের (Mohammad Siraj) উদ্দেশে খারাপ শব্দ ব্যবহার করেন ইংলিশ অল রাউন্ডার বেন স্টোকস (Ben Stokes)। এই ঘটনা ভালো ভাবে নেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।

  • TV9 Bangla
  • Published On - 18:54 PM, 4 Mar 2021
India vs England 4th test: বিরাট বনাম স্টোকসে উত্তপ্ত মোতেরা
সৌজন্যে-টুইটার

আমদাবাদ: বিরাট কোহলি (Virat Kohli) বনাম বেন স্টোকস (Ben Stokes)। না, ব্যাট বলের যুদ্ধ নয়। দু’জনের কথার লড়াই। যা ঘিরে রীতিমত উত্তপ্ত মোতেরা। চতুর্থ টেস্টের (India vs England 4th test) প্রথম দিনের প্রথম সেশন থেকে ধুঁকতে থাকে ইংল্যান্ড। ১২তম ওভারের শেষ বলে মহম্মদ সিরাজের (Mohammad Siraj) বাউন্সার সামলাতে বেগ পেতে হয়েছিল ইংল্যান্ডের অল রাউন্ডার বেন স্টোকসকে। ঠিক তখনই মহম্মদ সিরাজের উদ্দেশে খারাপ শব্দ ব্যবহার করেন ইংলিশ অল রাউন্ডার। এই ঘটনা ভালো ভাবে নেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন: India vs England 4th Test, Day 1 LIVE Score: প্রথম দিনের শেষে অ্যাডভান্টেজ টিম ইন্ডিয়া

সিরাজের উদ্দেশ্যে বেন স্টোকসের মন্তব্যের পরই আসরে নামেন ভিকে। বেশ কিছুক্ষণ স্টোকসের সঙ্গে কথা বলতে দেখা যায় কোহলিকে। কথার পারদ যখন চড়তে থাকে, আম্পায়ার নিতিন মেননকে দুই ক্রিকেটারের মধ্যে আসতে হয়। শেষমেশ দু’জনের ঝামেলা থামান মেনন। এগিয়ে চলে খেলা। এই ঘটনার ঠিক পরের ওভারেই আক্রমণাত্মক মেজাজে বল করতেও দেখা যায় সিরাজকে।

ম্যাচ শেষে সিরাজ বলেছেন,”বেন স্টোকস আমাকে গালিগালাজ করেছিল। তখন আমি বিরাট ভাইকে সেটা জানাই। বিরাট ভাই তারপর বিষয়টি সামলে নেন।” বিরাটকে পাশে পেয়ে ধন্যবাদ জানাতে ভোলেননি সিরাজ। নেটদুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল কোহলি-স্টোকসের সেই বাকযুদ্ধের ভিডিয়ো। ঠিক সময়ে সতীর্থের পাশে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। তার জন্যই নেটনাগরিকরা কোহলির প্রশংসাও করেছেন।