AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TOKYO PARALYMPICS 2020: থাঙ্গাভেলুকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার তামিলনাড়ু সরকারের

থাঙ্গাভেলুকে শুভেচ্ছা জানিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল (Governor) বনওয়াড়ি লাল পুরোহিত (Banwari lal Purohit) আর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। তামিলনাড়ুর সোনার ছেলে মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে ২ কোটি টাকা (2 Crore Rupees) পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার।

TOKYO PARALYMPICS 2020: থাঙ্গাভেলুকে ২ কোটি টাকা আর্থিক পুরস্কার তামিলনাড়ু সরকারের
Tokyo Paralympics 2020: থাঙ্গাভেলুকে ২ কোটি তামিলনাড়ু সরকারের। ছবি: টুইটার
| Edited By: | Updated on: Sep 01, 2021 | 4:29 PM
Share

চেন্নাই: রিও প্যারালিম্পিকে (Rio Paralympics 2016) সোনা জয়ের পর টোকিওতে (Tokyo Paralympics 2020) এসেছে রুপো (Silver)। হাই জাম্পার (High Jump) মারিয়াপ্পান থাঙ্গাভেলু (Mariyappan Thangavelu) অল্পের জন্য ফস্কেছেন সোনা। T-42 বিভাগে ১.৮৬ মিটার লাফিয়েছেন থাঙ্গাভেলু। সোনা হাতছাড়া করলেও তাঁকে পুরস্কৃত করছে তামিলনাড়ু সরকার (Tamilnadu Government)। থাঙ্গাভেলুকে শুভেচ্ছা জানিয়েছেন তামিলনাড়ুর রাজ্যপাল (Governor) বনওয়াড়ি লাল পুরোহিত (Banwari lal Purohit) আর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন (MK Stalin)। তামিলনাড়ুর সোনার ছেলে মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে ২ কোটি টাকা (2 Crore Rupees) পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল তামিলনাড়ু সরকার। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেন, ‘টোকিও প্যারালিম্পিকে ভারতের সাফল্য দেখে উচ্ছ্বসিত। টানা ২টো প্যারালিম্পিকে পদক জেতায় মারিয়াপ্পান থাঙ্গাভেলুকে শুভেচ্ছা। সেই সঙ্গে শরদ কুমার এবং সিংহরাজ আধানাকেও পদক জেতার জন্য শুভেচ্ছা জানাই।’

পর পর দুই অলিম্পিকে অথবা প্যারালিম্পিকে পদকের ঝলক খুব বেশি অ্যাথলিট দেখাতে পারেন না। ভারতের দেবেন্দ্র ঝাঝারিয়া (Devendra Jhajharia) ব্যতিক্রম ছিলেন। রিওতে সোনাজয়ী জ্যাভলিন থ্রোয়ার (Javeline Thrower) টোকিওয় রুপো পেয়েছেন। দেবেন্দ্রর সাফল্যকে ছুঁয়ে ফেলেন থাঙ্গাভেলুও। থাঙ্গাভেলু আর শরদকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)।

আরও পড়ুন: INDIA VS ENGLAND 2021: সিংহাসনে রুট, কোহলিকে সরালেন রোহিত

১.৮৮ মিটার মার্কটাই বেশ কঠিন মনে হচ্ছিল। ১.৮৬ মিটার লাফিয়েছিলেন তৃতীয় বারের চেষ্টায়। ১.৮৮ মিটারের ক্ষেত্রে একটু হলেও সমস্যা হচ্ছিল থাঙ্গাভেলুর (Mariyappan Thangavelu)। দু’বারের মতো তৃতীয় বারও শরীর পুরোপুরি ভাসাতে পারেননি। আমেরিকার প্যারা অ্যাথলিট স্যাম গ্রিউ জেতেন সোনা।