নাদালকে হারিয়ে ‘মিশন ইমপসিবল’ সিসিপাসের
বিশ্বের দু'নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। চার ঘণ্টার অবিশ্বাস্য যুদ্ধের পর স্প্যানিশ তারকাকে ৩-৬, ২-৬, ৭-৬ (৭-৪), ৬-৪, ৭-৫ হারালেন গ্রিসের সিসিপাস। সেমিফাইনালে দানিল মেদভেদের বিরুদ্ধে খেলবেন তিনি
মেলবোর্ন: চোট, চমক আর অঘটনের অস্ট্রেলিয়ান ওপেন বলা হচ্ছিল এত দিন। সেই অস্ট্রেলিয়ান ওপেনই স্তেফানোস সিসিপাসের (stefanos tsitsipas) ‘মিশন ইমপসিবল’এর সাক্ষী থাকল!
বিশ্বের দু’নম্বর টেনিস তারকা রাফায়েল নাদাল (Rafael Nadal) ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ওপেন থেকে। চার ঘণ্টার অবিশ্বাস্য যুদ্ধের পর স্প্যানিশ তারকাকে ৩-৬, ২-৬, ৭-৬ (৭-৪), ৬-৪, ৭-৫ হারালেন গ্রিসের সিসিপাস (stefanos tsitsipas)। সেমিফাইনালে দানিল মেদভেদের বিরুদ্ধে খেলবেন তিনি।
আরও পড়ুন: ঘটি-বাঙাল রসায়নই তাতাচ্ছে ব্রাইট-মার্সেলিনহোদের
নাদালের অস্ট্রেলিয়ান ওপেনের ট্র্যাক বরাবরই খারাপ। কেরিয়ারে মাত্র একবারই জিতেছেন। তাও এক দশক আগে। মনে করা হয়েছিল, নাদাল (Rafael Nadal) এত দিনের খরা এ বার হয়তো কাটিয়ে উঠবেন। তা শেষ পর্যন্ত হল না। কোয়ার্টার ফাইনালেই দৌড় শেষ হল তাঁর। রাফাকে শেষ আটে হারানো সিসিপাসের কেরিয়ারে অন্যতম বড় ঘটনা। নাদালকে হারিয়ে সেমিফাইনালে উঠে কার্যত উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন সিসিপাস (stefanos tsitsipas)।
?? Comeback complete ??@steftsitsipas comes from two sets to love down to advance to his second #AusOpen semifinal.#AO2021 pic.twitter.com/8A9bkUwo26
— #AusOpen (@AustralianOpen) February 17, 2021
নাদালের দুরন্ত ট্র্যাক রেকর্ড বলছে, যখন কোনও ম্যাচের প্রথম দুটো সেট জিতেছেন রাফা, সেই ম্যাচ হারেননি। কেরিয়ারের ২৪৯টা ম্যাচে এই নিয়ে তৃতীয় বার ঘটল এমন ঘটনা। ২২ বছরের সিসিপাসের আগে এমন ঘটনা ঘটিয়েছেন রজার ফেডেরার ও ফাবিও ফগনিনি। একটা বিরল দিনের সাক্ষী থাকল মেলবোর্ন পার্ক। সিসিপাসের বিরুদ্ধে প্রথম দুটো সেট ৬-৩, ৬-২ জিতেছিলেন নাদাল। কোমরের চোটের জন্য গত সপ্তাহটা খারাপ গেলেও অস্ট্রেলিয়ান ওপেনের শুরু থেকে ছন্দেই ছিলেন। ব্যাকহ্যান্ড ও ফোরহ্যান্ডে ক্যারিশমাই দেখাচ্ছিলেন। কোয়ার্টার ফাইনালটা শুধু অন্যরকম হল। সোজা কথায় বললে, নাদালকে হারানো সিসিপাসের কাছে ‘মিশন ইমপসিবল’এর মতো।
It’s your moment @steftsitsipas ?
An #AusOpen semifinalist once more ? #AO2021 pic.twitter.com/ZgLCUxBTbY
— #AusOpen (@AustralianOpen) February 17, 2021
০-২ থেকে প্রবল ভাবে ম্যাচে ফেরেন সিসিপাস। তৃতীয় সেটটা জেতেন ৭-৬। একটা সময় নাদালই কিন্তু এগিয়ে ছিলেন। নাদালের মতো অভিজ্ঞ প্লেয়ারের বিরুদ্ধেও নিজের প্রতি আস্থা হারাননি। তাই চাপের মুখেও ঘুরে দাঁড়িয়েছেন সিসিপাস। বিশ্বের পাঁচ নম্বর তারকা পরের দুটো সেট অবিশ্বাস্য জেতেন। সিসিপাসের দুরন্ত প্রত্যাবর্তন দেখে হতবাক হয়ে গিয়েছে মেলবোর্ন পার্ক। মজার কথা হল, সিসিপাসের থেকে বেশি উইনার মেরেছেন নাদাল, ৫৮-৪৯। সেই সঙ্গে সিসিপাসের থেকে বেশি আনফোর্সড এররও করেছেন, ৪২-৩৮। এই তথ্য থেকেই পরিষ্কার, পুরো ম্যাচে সিসিপাস অপেক্ষা করেছেন কখন ভুল করবেন নাদাল। পঞ্চম সেটে তিনবার সিসিপাসের সার্ভিস ভেঙে ফিরে এসেছিলেন নাদাল (Rafael Nadal)। তাও জিততে পারেননি। ম্যাচের পর সিসিপাস বলেছেন, ‘আমি বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। জেতার পর কী করব, বুঝতে পারছিলাম না। অবিশ্বাস্য একটা লড়াই হল নাদালের সঙ্গে। প্রথম দুটো সেট হারার পর ফিরে আসার প্রবল চেষ্টা করেছিলাম। তৃতীয় সেটটা জেতার পর কী হবে, জানতাম না। শুধু নিজের লড়াইটাকে সামনে রেখে এগোতে চেয়েছিলাম।’