কলকাতা বঞ্চিত, মুম্বই, ভুবনেশ্বর, আমদাবাদে মেয়েদের এশিয়ান কাপ
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কয়েক বছর ধরে দেশের মাঠে ফুটবলের মেগা ইভেন্টগুলো আয়োজন করার চেষ্টা করছে।
কুয়ালা লামপুর: নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডিওয়াই পাটিল স্টেডিয়াম (D.Y. Patil Stadium), আমদাবাদের (Ahmedabad) ট্রান্সস্টেডিয়া (TransStadia), ভুবনেশ্বরের (Bhubaneswar) কলিঙ্গ স্টেডিয়াম (Kalinga Stadium)— এই তিন ভেনুতে হবে মেয়েদের এএফসি এশিয়ান কাপ (AFC Women’s Asian Cup)। আগামী বছরের শুরুতেই, ২০ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি। যাকে ভারতীয় ফুটবলের (Indian Football) মক্কা বলা হয়, সেই কলকাতা (Kolkata) পাচ্ছে না কোনও ম্যাচ।
এএফসির সচিব ডাটো উইন্ডসর জন এক বিবৃতিতে বলেছেন, ‘এশিয়ার মেয়েদের ফুটবল বিশ্বমানের। এআইএফএফ তিনটে দারুণ ভেনু বেছেছে টুর্নামেন্ট আয়োজন করার জন্য।’
Venues for AFC Women’s Asian Cup India 2022 confirmed
? TransStadia, Ahmedabad ? Kalinga Stadium, Bhubaneswar ? D.Y. Patil Stadium, Navi Mumbai#WAC2022 kicks off next year on January 20!
Read more: https://t.co/rd2oZcV1sg#ShePower pic.twitter.com/hnB0LfTd0j
— Indian Football Team (@IndianFootball) March 26, 2021
সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কয়েক বছর ধরে দেশের মাঠে ফুটবলের মেগা ইভেন্টগুলো আয়োজন করার চেষ্টা করছে। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ হয়ে গিয়েছে। মেয়েদের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপও হওয়ার কথা। তার আগেই এএফসি কাপ হচ্ছে। এতে মেয়েদের ভারতীয় ফুটবল টিমও অংশ নেবে। এই এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্ব ১৩-২৫ সেপ্টেম্বর।
We are excited to kick off the new year with the AFC Women’s Asian Cup India 2022. Ahmedabad, Bhubaneswar and Navi Mumbai have put in a lot of work to upgrade their footballing infrastructure.@IndianFootball @theafcdotcom #WAC2022 #ShePower #IndianFootball https://t.co/bgK1oB5G0Y
— Praful Patel (@praful_patel) March 26, 2021
দেশে মেয়েদের ফুটবলের প্রসার ও প্রচারের জন্য এশিয়ান কাপ দারুণ ভাবে কাজে লাগাতে চাইছেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেল। তিনি বলেওছেন, ‘আগামী বছরের শুরুটা আমরা মেয়েদের এশিয়ান কাপ দিয়ে সেলিব্রেট করতে চাই। এর আগে অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপের সময় নভি মুম্বইয়ে দারুণ আলোড়ন পড়েছিল। নতুন ভেনু হিসেবে আমদাবাদ ও ভুবনেশ্বর থাকছে এ বার। আশা করি ভারত সর্বাঙ্গ সুন্দর একটা টুর্নামেন্ট দেখতে পাবে।’