কোভিড মোকাবিলায় প্রদর্শনী ম্যাচে আনন্দ

বিশ্বনাথন আনন্দ ছাড়াও খেলবেন কোনেরু হাম্পি, দ্রোণাভালি হারিকা, নিহাল সারিন এবং প্রজ্ঞানন্দ রমেশবাবু। অনলাইনে এই প্রদর্শনী ম্যাচের প্রধান উদ্যোগ নিয়েছে রেড ক্রস ইন্ডিয়া এবং চেকমেট কোভিড।

কোভিড মোকাবিলায় প্রদর্শনী ম্যাচে আনন্দ
ছবি-টুইটার
Follow Us:
| Updated on: May 11, 2021 | 2:53 PM

চেন্নাই: করোনা মোকাবিলায় এগিয়ে এলেন বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ এবং আরও ৪ ভারতীয় গ্র্যান্ডমাস্টার। কোভিড রিলিফে অর্থ সংগ্রহের জন্য প্রদর্শনী ম্যাচ খেলবেন আনন্দ। বৃহস্পতিবার অনলাইনে আনন্দ এবং আর ৪ ভারতীয় গ্র্যান্ডমাস্টার একে অপরের বিরুদ্ধে খেলবেন। সেখান থেকে যা অর্থ উঠবে তা পুরোটাই দেওয়া হবে কোভিড রিলিফ ফান্ডে।

বিশ্বনাথন আনন্দ ছাড়াও খেলবেন কোনেরু হাম্পি, দ্রোণাভালি হারিকা, নিহাল সারিন এবং প্রজ্ঞানন্দ রমেশবাবু। অনলাইনে এই প্রদর্শনী ম্যাচের প্রধান উদ্যোগ নিয়েছে রেড ক্রস ইন্ডিয়া এবং চেকমেট কোভিড। সর্বভারতীয় চেস ফেডারেশনও রয়েছে তাদের সঙ্গে। বিশ্বনাথviswanathan anandন আনন্দ বলেন, ‘আমরা সবাই কোভিড-১৯ মোকাবিলায় কঠিন লড়াই চালাচ্ছি। কেউ না কেউ কোনও না কোনও ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। ভারতের এই দুঃসময়ে কোভিড রিলিফকে একসঙ্গে সমর্থন করে এগিয়ে আসি। সবাই নিজেদের সামর্থ্য অনুযায়ী কিছু অনুদান করি। যাতে তা দেশের ভালোর কাজে লাগে।’

আরও পড়ুন:লঙ্কা সফরে সব ম্যাচ কলম্বোয়