‘ভুল সময়ে জন্ম সানার, এখন হলে…’, মেয়েকে নিয়ে এ কী বললেন সৌরভ!

Sourav Ganguly: স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও ভক্তমহলে বেশ জনপ্রিয়। আর সেই রাজকন্যাকে নিয়েই মাঝে মধ্যেই নানা গল্প শেয়ার করতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে। 

ভুল সময়ে জন্ম সানার, এখন হলে..., মেয়েকে নিয়ে এ কী বললেন সৌরভ!

Nov 19, 2024 | 6:07 PM

ভারতীয় ক্রিকেটের অন্যতম স্তম্ভ সৌরভ গঙ্গোপাধ্যায়। ক্রিকেটের মহারাজ তিনি। ভারতকে একাধিক সাফল্য এনে দিয়েছেন তিনি। ক্রিকেটের মহারাজ তিনি। সারা বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছেন তাঁর ভক্তরা। দাদা মানেই ভালবাসা তাঁদের কাছে। সৌরভের ব্যক্তিগত জীবনের খবর জানতে বরাবরই ভালবাসেন ভক্তরা। স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও তাঁর মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ও ভক্তমহলে বেশ জনপ্রিয়। আর সেই রাজকন্যাকে নিয়েই মাঝে মধ্যেই নানা গল্প শেয়ার করতে দেখা যায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

দাদাগিরির মঞ্চে কখনও মেয়ের চাকরি, কখনও মেয়ের কেরিয়ার নিয়ে খোলামেলা কথা বলতে বহুবার দেখা গিয়েছে তাঁকে। তবে মেয়ের চাকরি নিয়ে কি খুশি নন তিনি? কেন বলতে শোনা গেল সৌরভকে ভুল সময় জন্ম নিয়েছে সানা? কারণ ক্রিকেট। মহিলাদের ক্রিকেট খেলার যে বিস্তার বর্তমানে হয়েছে, তা কিছুবছর আগেও ছিল না।

সানার প্রসঙ্গে তাই সৌরভকে বলতে শোনা গেল, “সানা যখন ছোট ছিলতখন যদি এত সুযোগ থাকত মেয়েদের ক্রিকেটে আমি ওকে ক্রিকেট খেলতে দিতাম। শেষ ৩ বছরে মহিলাদের ক্রিকেট খুব উন্নতি করেছে। ওদের পেয়ে স্কেল এখন ছেলেদের মতোই। বিরাট কোহলি যা টেস্ট ম্যাচে পয়সা পায়, স্মৃতি মন্ধনাও তাই পায়। আমি তো সানাকে বলি, তুমি ভুল সময়ে জন্মেছ। এখন হলে তোমাকে আমি ক্রিকেট খেলতে পাঠাতাম।”