ক্রিকেটের পর এবার কবাডি, একমাসে তৃতীয়বার বিশ্বসেরা ভারতের মেয়েরা!

মেয়েদের কবাডি বিশ্বকাপে হিমাচল প্রদেশের পাঁচ মেয়ে ছিলেন। ভারতীয় টিমের ক্যাপ্টেন ঋতু নেগি, ভাইস ক্যাপ্টেন পুষ্পা রানা, চম্পা ঠাকুর, ভাবনা ঠাকুর, সাক্ষী শর্মা। ঋতু পুরো টুর্নামেন্টে চমৎকার খেলেছেন। একই সঙ্গে পুষ্পা আক্রমণে কেড়েছেন নজর। সব মিলিয়ে দলগত জয় বলেই ব্যাখ্যা করছেন প্লেয়াররা।

ক্রিকেটের পর এবার কবাডি, একমাসে তৃতীয়বার বিশ্বসেরা ভারতের মেয়েরা!

| Edited By: জয়িতা চন্দ্র

Nov 24, 2025 | 6:23 PM

কলকাতা: মেয়েরা যেন ভারতীয় খেলার নতুন মুখ! আরও ভালো করে বললে, দেশকে একের পর এক সাফল্য এনে দিচ্ছেন ভারতের মেয়েরা। ওয়ানডে বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করেছেন হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানারা। ২১দিন পর দৃষ্টিহীন মেয়েদের প্রথম বিশ্বকাপ জিতে হইচই ফেলে দিয়েছেন ভারতের একঝাঁক মেয়ে। সেই ‘প্রথম’ এবার জড়িয়ে গেল কবাডিতে। ভারতের বাইরে এই প্রথম হল মেয়েদের কবাডি বিশ্বকাপ। তাতেও চ্যাম্পিয়ন হল ভারতই। বাংলাদেশ আয়োজক। ঢাকাতেই উড়ল ভারতের বিজয়পতাকা। ফাইনালে চিনা তাইপেইকে ৩৫-২৮ ব্যবধানে হারিয়ে বাংলাদেশের মাটিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা।

২০১২ সালে ভারতের মাটিতে তো বটেই, শেষবার মেয়েদের কবাডি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। তাতেও চ্যাম্পিয়ন ছিল ভারতই। এবারও ছবি বদলালো না। ১১ দলের টুর্নামেন্টে ভারতকে কেউই হারাতে পারেনি। তবে ফাইনাল বেশ কঠিন ছিল ভারতের কাছে। চিনা তাইপে বারবার ঝামেলায় ফেলেছিল। একটা সময় চাপও বাড়িয়েছিল। কিন্তু বিপক্ষের দাপট সামলে ঠান্ডা মাথায় আক্রমণ আর রক্ষণে ভারসাম্য রেখেছিলেন ভারতের মেয়েরা। তাতেই এল সাফল্য। ভারতের দুই কোচ তেজস্বী ও প্রিয়াঙ্কাকেই কৃতিত্ব দিচ্ছেন মেয়েরা।

মেয়েদের কবাডি বিশ্বকাপে হিমাচল প্রদেশের পাঁচ মেয়ে ছিলেন। ভারতীয় টিমের ক্যাপ্টেন ঋতু নেগি, ভাইস ক্যাপ্টেন পুষ্পা রানা, চম্পা ঠাকুর, ভাবনা ঠাকুর, সাক্ষী শর্মা। ঋতু পুরো টুর্নামেন্টে চমৎকার খেলেছেন। একই সঙ্গে পুষ্পা আক্রমণে কেড়েছেন নজর। সব মিলিয়ে দলগত জয় বলেই ব্যাখ্যা করছেন প্লেয়াররা।