AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EURO 2020 : জিতে আশা জিইয়ে রাখল ইউক্রেন, নজর কাড়লেন ম্যাসেডোনিয়ার গোলরক্ষক

দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে যায় নর্থ ম্যাসে়ডোনিয়া। মাত্র ২০ লক্ষের সামান্য বেশি জনসংখ্যা এই নর্থ ম্যাসেডোনিয়ার। ছোট্ট দেশটি দ্বিতীয়ার্ধে যে লড়াই করল, তা বহুদিন মনে রাখবে ফুটবল দুনিয়া। বিশেষ করে দলের গোলরক্ষক দিমিত্রিভস্কি।

EURO 2020 : জিতে আশা জিইয়ে রাখল ইউক্রেন, নজর কাড়লেন ম্যাসেডোনিয়ার গোলরক্ষক
গোলের পর ইয়ারেমচুককে শুভেচ্ছা ইউক্রেন কোচ শেভচেঙ্কোর
| Updated on: Jun 17, 2021 | 9:52 PM
Share

ইউক্রেন- ২ ( ইয়ারমোলেঙ্কো ২৯’, ইয়ারেমচুক ৩৪’)

নর্থ ম্যাসেডোনিয়া- অ্যালিওস্কি (৫৭’)

বুখারেস্টঃ একটা ম্যাচে জোড়া পেনাল্টি মিস। পেনাল্টি হাতছাড়া দুই যুযুধান প্রতিপক্ষেরই। তবুও হাড্ডাহাড্ডি লড়াই শেষে ইউরো কাপে (EURO 2021)তাঁদের দ্বিতীয় ম্যাচে নর্থ ম্যাসেডোনিয়ার(NORTH MACEDONIA) বিরুদ্ধে ২-১ গোলে জিতে পরের রাউন্ডে যাওয়ার আশা জিইয়ে রাখল ইউক্রেন(UKRAINE)। ইউক্রেনের হয়ে ২টি গোল করেন ইয়ারমোলেঙ্কো(Andrii Yarmolenko) ও ইয়ারেমচুক (Roman Yaremchuk)। নর্থ ম্যাসেডোনিয়ার হয়ে একমাত্র গোলটি করেন অ্যালিওস্কি।

এদিন শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে গ্রুপের অন্যতম ফেভারিট দল হিসেবে জয়ের জন্য অনেক বেশি মরিয়া ছিল ইউক্রেন। কোচ আন্দ্রে শেভচেঙ্কো। কিংবদন্তী খেলোয়াড় ছিলেন। বর্তমানে নিজের দেশ ইউক্রেনের ফুটবল দলের হেড কোচ। তাই তাঁণর স্ট্র্যাটেজি বুকে যে আক্রমণই অগ্রাধিকার পাবে, তা বলাই বাহুল্য। ম্যাচের ২৯ মিনিটে ইয়ারমোলেঙ্কোর গোলে এগিয়ে যায় ইউক্রেন। প্রথম ধাক্কা সাামলাতে না সামলাতেই দ্বিতীয় ধাক্কা। ম্যাচের ৩৪ মিনিটে ইয়ারেমচুকের গোলে ফের এগিয়ে যায় ইউক্রেন। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকায় স্বভাবতই আত্মবিশ্বাসের তুঙ্গে ছিল ইউক্রেন।

দ্বিতীয়ার্ধে জয়ের জন্য মরিয়া হয়ে যায় নর্থ ম্যাসে়ডোনিয়া। মাত্র ২০ লক্ষের সামান্য বেশি জনসংখ্যা এই নর্থ ম্যাসেডোনিয়ার। ছোট্ট দেশটি দ্বিতীয়ার্ধে যে লড়াই করল, তা বহুদিন মনে রাখবে ফুটবল দুনিয়া। বিশেষ করে দলের গোলরক্ষক দিমিত্রিভস্কি। দ্বিতীয়ার্ধে নর্থ ম্যাসেডোনিয়ার তিনকাঠির তলায় হয়ে দিমিত্রিভস্কি হয়ে উঠেছিলেন অপ্রতিরোধ্য। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি পায় নর্থ ম্যাসিডেনিয়া। ইউক্রেন গোলরক্ষক বুসচান পেনাল্টি সেভ করলেও, ফিরতি বলে গোল করে নর্থ ম্যাসেডোনিয়ার হয়ে ব্যবধান কমান অ্যালিওস্কি। এরপর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় নর্থ ম্যাসেডোনিয়া। সুযোগও হাতছাড়া করেন তাঁরা।

UKRAINE INS BY 2-1 AGAINST NORTH MACEDONIA

হারের পরেও সমর্থকদের অভিবাদন জানালেন নর্থ ম্যাসেডোনিয়ার ফুটবলাররা

ম্যাচের ৮৪ মিনিটে ফের একবার এগিয়ে যাওয়ার সুযোগ পায় ইউক্রেন। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মালিনোভস্কি। দুরন্ত সেভ নর্থ ম্যাসেডোনিয়ার গোলরক্ষক দিমিত্রিভস্কির। ২ গোল হজম করলেও ম্যাচে দিমিত্রিভস্কির পারফরম্যান্স দেখে ফুটবল বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, বড় ক্লাবে সুযোগ পাওয়া এবার শুধু সময়ের ব্যপার। এই হারের ফলে ইউরো অভিযান থেকে ছিটকে গেল নর্থ ম্যাসেডোনিয়া।