Lakshya Sen: লক্ষ্য-পূরণ, লক্ষ্য-চ্যুত! বয়স ভাঁড়ানোর দাগ…

Year Ender 2022: কোচ বিমল কুমার অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। পুরো বিষয়টি ভারতীয় ব্য়াডমিন্টন সংস্থা দেখবে এমনটাই বলেছিলেন। সম্প্রতি কর্ণাটক হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ দেয়। তবে লক্ষ্য এবং তাঁর পরিবারের সম্মানহানি যে হয়েছে, বলাই যায়।

Lakshya Sen: লক্ষ্য-পূরণ, লক্ষ্য-চ্যুত! বয়স ভাঁড়ানোর দাগ...
Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2022 | 8:30 AM

কলকাতা : হতে পারতো একটা স্বপ্নের বছর। সফর খুব সুন্দর চলছিল। গত দু-বছরে জুনিয়র থেকে সিনিয়র স্তরে উত্তরণের অনবদ্য কাহিনি লিখেছেন লক্ষ্য় সেন। ভারতের ঐতিহাসিক থমাস কাপ জয় এ বছরই। ভারতীয় ব্যাডমিন্টনের ইতিহাসে প্রথম বার থমাস কাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে লক্ষ্য় সেনের। ব্যাডমিন্টনে বছরের সেরা মুহূর্ত ছিল সেটাই। আরও অনেক সাফল্য রয়েছে তাঁর। থমাস কাপ ছাড়াও প্রথম বার কমনওয়েলথ গেমসে নেমেই সোনার পদক জয়। সারা বছর যেমনই কাটুক, সাফল্য়ে দাগ লাগল একটা ঘটনায়। Tv9Bangla-য় ফিরে দেখা লক্ষ্য-পূরণ থেকে লক্ষ্যচ্যুত হওয়ার পথটা।

বছরের শুরু এবং শেষের মধ্যে বিস্তর ফারাক। থমাস কাপের সাফল্য লক্ষ্য সেনকে ভারতীয় ব্যাডমিন্টনের সুপারস্টার বানিয়েছিল। প্রথম বার থমাস কাপের ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। দেশের এক নম্বর ব্যাডমিন্টন তারকা তরুণ তুর্কি লক্ষ্য সেন। কিন্তু শুরুর দিকে তাঁর হারে অস্বস্তি বাড়ছিল। ডাবলস প্লেয়াররা সেই ঘাটতি পূরণ করে দেন। ফাইনালেও অ্যান্থনি গিনটিংয়ের বিরুদ্ধে প্রথম গেমে ১৭ মিনিটে ৮-২১। দ্বিতীয় গেমে প্রত্যাবর্তন। ৫-৮ এ পিছিয়ে থেকে ২১-১৭’র জয়। আশার আলো ভারতীয় শিবিরে। থার্ড গেমে জয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে একটা জয়, পুরো পরিস্থিতিটাই বদলে দিয়েছিল। কমনওয়েলথ গেমসে ব্য়ক্তিগত ইভেন্টে সোনা জয়। তাও আবার প্রথম বার নেমেই। সাফল্যের মসৃণ পথে দাগ বছরের শেষে।

এ মাসের শুরুতেই ভারতের তারকা শাটলারের বিরুদ্ধে বয়স ভাঁড়ানোর অভিযোগ ওঠে। সুধু লক্ষ্যই নন, তাঁর পরিবার, কোচ বিমল কুমারের বিরুদ্ধেও এইআইআর করা হয়। লক্ষ্য সেন এবং তাঁর ভাই চিরাগের বিরুদ্ধেও বয়স ভাঁড়ানোর অভিযোগ তোলেন এম গোভিয়াপ্পা নামের এক ব্যক্তি। উত্তরাখণ্ডের শাটলার লক্ষ্য সেনের উঠে আসা বিমল কুমারের কোচিংয়ে। অভিযোগকারী দাবি তুলে তুলেছিলেন, কোচ বিমল কুমারই বয়স ভাঁড়ানোর ক্ষেত্রে সাহায্য করেছিলেন লক্ষ্যর বাবা-মাকে! কোচ বিমল কুমার অবশ্য সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন। পুরো বিষয়টি ভারতীয় ব্য়াডমিন্টন সংস্থা দেখবে এমনটাই বলেছিলেন। সম্প্রতি কর্ণাটক হাইকোর্ট এই মামলায় স্থগিতাদেশ দেয়। তবে লক্ষ্য এবং তাঁর পরিবারের সম্মানহানি যে হয়েছে, বলাই যায়।